এখন পড়ছেন
হোম > জাতীয় > এখনই ভোট হলে হাসতে হাসতে ক্ষমতায় ফিরতে চলেছে বামফ্রন্ট? সামনে এল সি-ফোরের চমকে দেওয়া সমীক্ষা!

এখনই ভোট হলে হাসতে হাসতে ক্ষমতায় ফিরতে চলেছে বামফ্রন্ট? সামনে এল সি-ফোরের চমকে দেওয়া সমীক্ষা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনীতিতে বাম দুর্গ ভেঙে পড়েছে আগেই। বরং যত দিন যাচ্ছে, বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাচ্ছে বাম শিবির বলে মনে করেন রাজনৈতিক মহলের অনেকেই। অন্যদিকে গত লোকসভা নির্বাচনে দেশের দুটি রাজ্যের মধ্যে ত্রিপুরা থেকেও পাততাড়ি গোটাতে হয় বাম শিবিরকে। বিজেপি বাহিনীর কাছে ধূলিসাৎ হয়ে যায় তাঁরা। অতএব হাতে রয়েছে শুধুমাত্র কেরালা। আর বছর খানেকের মধ্যেই কেরালায় বিধানসভা নির্বাচন হতে চলেছে বলে খবর।

আর সেখানেই এবার চিন্তা দীর্ঘদিনের বাম সরকার কেরালায় কি টিকে থাকতে পারবে নাকি অন্যান্য রাজ্যের মতো এবার কেরালাতেও থাবা বসাবে গেরুয়া শিবির? তবে কেরালার বাম শাসকের চিন্তা কিছুটা নিরসন করেছে সম্প্রতি উঠে আসা এক সমীক্ষা। এই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কেরলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। সম্প্রতি এশিয়ানেট নিউজ-সি ফোরের একটি যৌথ জনমত সমীক্ষা প্রকাশ হয়।

যেখানে দেখা যাচ্ছে, এই মুহুর্তে ভোট হলে কেরল বিধানসভায় বাম জোট এলডিএফ 77 থেকে 83 টি আসন অধিগ্রহণ করবে। দ্বিতীয়স্থানে থাকবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ, তাঁদের হাতে আসবে 74 থেকে 60 টি আসন। এবং তৃতীয় স্থানে থাকতে চলেছে এনডিএ সরকার। তাঁদের হাতে 3 থেকে 7 টি আসন আসতে পারার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে এই সমীক্ষায়। কেরালায় নির্বাচন হতে এখনো দেরী বছরখানেক। কিন্তু এখন থেকেই কেরালার রাজনৈতিক ময়দানে জোরদার লড়াই সামলাতে নেমেছে বামফ্রন্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক মহলের অনেকাংশের মত, এই মুহূর্তে যদি কেরল হাতছাড়া হয় তাহলে জাতীয় রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বামফ্রন্ট শিবির। যদিও সমীক্ষার কথা অনুযায়ী, সেই পরিস্থিতি আসার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে মনে করা হচ্ছে, করনা মোকাবিলার সাহায্যে কেরল সরকারের কাজ যথেষ্ট প্রশংসিত হয়েছে সারাবিশ্বে। এবং সেই কারণেই তুমুল জনপ্রিয় হয়েছে কেরলের বাম সরকার। তাই সেই জনপ্রিয়তার ওপর নির্ভর করেই কেরলের বাম শিবির আবারো 5 বছর পর নতুন করে ক্ষমতায় ফিরবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এধরনের বহু সমীক্ষা উঠে আসে অনেকক্ষেত্রে। সব সময় সমীক্ষার ফল যে সঠিক হয়, সেরকম ভাবার কোনো কারণ নেই। তবে কেরল নিয়ে বাম শিবিরের চিন্তা এই মুহুর্তে যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে। কারণ বামেরা যদি এবার কেবল থেকেও ক্ষমতা হারায়, তাহলে জাতীয় রাজনীতিতে বামেরা পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এবার দেখার ক্ষমতায় টিকে থাকতে কেরালার বাম শিবির আগামীদিনে কি পদক্ষেপ গ্রহণ করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!