এখন পড়ছেন
হোম > রাজ্য > এখনই বন্ধ নয় বিদ্যালয়, বড় ঘোষণা মমতার! খুশির হাওয়া শিক্ষাঙ্গনে!

এখনই বন্ধ নয় বিদ্যালয়, বড় ঘোষণা মমতার! খুশির হাওয়া শিক্ষাঙ্গনে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বুধবার গঙ্গাসাগরে গিয়ে প্রশাসনিক বৈঠকের করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়ি করার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা সচিবকে বলেছিলেন, যেভাবে করোনা বাড়ছে, তাতে পরিস্থিতি যদি আয়ত্বের বাইরে চলে যায়, তাহলে আবার কয়েকদিনের জন্য স্কুল-কলেজ ছুটি করে দেওয়া হতে পারে। তবে সবটাই পরিস্থিতি বিবেচনা করে। কিন্তু এরপরেই নানা মহলে আশঙ্কার মেঘ তৈরি হয়, স্কুল খুলতে না খুলতেই আবার কি বন্ধ হয়ে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান? ধ্বংসের মুখে চলে যাবে শিক্ষাঙ্গন! তবে এবার এই বিষয়ে সমস্ত আশঙ্কাকে খারিজ করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুল বন্ধ করার কথা কখনই বলা হয়নি বলে জানিয়ে দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ গঙ্গাসাগর থেকে ফেরার পথে করোনা নিয়ে সকলকে সচেতন করে যান মুখ্যমন্ত্রী। আর সেখানেই তিনি বলেন, “স্কুল বন্ধ করার কথা কখনোই বলা হয়নি। গোটা বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।” বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজের বিষয়টি পর্যালোচনা করার সাথে সাথেই অনেকে ভেবে নিয়েছিলেন, এবার বিদ্যালয় বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই ভাবনা যে সম্পূর্ণ অমূলক, তা আজ স্পষ্ট করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!