এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা নিয়ে ফের ছড়ালো আতঙ্ক, আরও খারাপ হবে পরিস্থিতি, জানিয়ে দিল হু

করোনা নিয়ে ফের ছড়ালো আতঙ্ক, আরও খারাপ হবে পরিস্থিতি, জানিয়ে দিল হু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিশ্বজুড়ে করোনা ইতিমধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। যত দিন যাচ্ছে, ততই করোনা আতঙ্ক চেপে বসছে সাধারণ মানুষের ওপর। অন্যদিকে এখনো পর্যন্ত করোনার প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় কোনোই আশার আলো দেখাতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে মনে করা হচ্ছে, বিজ্ঞানীরা ও গবেষকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেকোন উপায়ে করোনার প্রতিষেধক আবিষ্কার করার।

তবে পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারোর। উপরন্তু করোনা পরিস্থিতিকে আয়ত্তে আনতে বিভিন্ন দেশে এই মুহূর্তে লকডাউন চলছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতির বিশেষ কোনো হেরফের চোখে পড়েনি বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন করোনা পরিস্থিতির সাথে লড়াই করলেও এখনো পর্যন্ত করোনা বিদায় নেবার কোনো কথাই শোনা যাচ্ছেনা। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এত তাড়াতাড়ি করোনার হাত থেকে নিস্তার মিলবে না।

কারণ করোনার শক্তিক্ষয় এখনো হয়নি। আর তাই বিশ্বব্যাপী লকডাউন তুলে দেওয়ার যে হিড়িক দেখা যাচ্ছে, তাই নিয়ে এবার সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ঘিরে ইতিমধ্যে বহু বিতর্ক লক্ষ করা গেছে। আমেরিকা সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে অভিযোগের আঙুল তুলেছে করোনার বাড়বাড়ন্তের জন্য। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, আমেরিকাসহ বহু দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া সতর্কবার্তা মেনে চলেনি, যার ফল আজ ভুগতে হচ্ছে সারা বিশ্বকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস ব্রিটিশ জানিয়েছেন, সাধারণ মানুষের মুক্তি মিলবে করোনা শেষ হলেই। প্রত্যেকেই চাইছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। কিন্তু আসল কথা হল, এই মুহূর্তে করোনার বিদায় নেওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিশ্বের বেশিরভাগ মানুষ এখনো করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে দিন কাটাচ্ছেন। তবে এদিন করোনার টিকা নিয়ে আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্তা মাইকেল রায়ান।

তাঁর কথা অনুযায়ী জানা গেছে, প্রতিষেধক আবিস্কারের দিকে যেভাবে দ্রুত এগিয়ে চলেছে সারাবিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা ও গবেষকরা, প্রতিষেধক আবিষ্কার এর জন্য দিনরাত এক করে কাজে লেগে রয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে আগামী দিনে করোনার প্রতিষেধক আবিষ্কার হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তা সত্ত্বেও নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা করোনার প্রতিষেধক আবিষ্কার হবেই। অন্যদিকে জানা গেছে, করোনার উৎসস্থল নিয়ে বিতর্ক এখনো বিদ্যমান।

যে কারণে চীনে আবার পা দিচ্ছেন হু এর প্রতিনিধিদল। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, মানবজাতি বনাম ভাইরাসের যুদ্ধে এখনো পর্যন্ত বেশ কয়েক কদম পিছিয়ে রয়েছে মানবজাতি। আর তার কারণ হিসেবে বলা হচ্ছে, মানুষের হাতে কোনরকম প্রতিষেধক বা ওষুধ না থাকা। কিন্তু যতদিন পর্যন্ত করোনার প্রতিষেধক হিসেবে কিছু না মিলছে ততদিন পর্যন্ত মানুষকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র সর্তকতা এবং সাবধানতাই যে আপাতদৃষ্টিতে বাঁচিয়ে রাখবে সবাইকে সে কথা এতদিনে পরিষ্কার। আপাতত সারাবিশ্ব দিন গুনছে করোনার হাত থেকে মুক্তির অপেক্ষায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!