এখনই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে চায় না বিজেপি বিজেপি রাজনীতি রাজ্য January 18, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে অন্তত ২০০ টি বিধানসভা আসন জয় করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। তবে, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন? সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে, বোলপুরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে বিজেপির বঙ্গীয় কর্মকর্তারাই যথেষ্ট। আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে কোন একজন বাংলার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে সম্বোধন করেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। একারণে, গতকাল দলের বৈঠকে দলের পক্ষ থেকে তাকে হুঁশিয়ারি দেয়া হলো। প্রসঙ্গত, গত সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের দেউলী গ্রামে বিজেপির যুব মোর্চার সমাবেশে বক্তব্য রেখেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যেখানে তিনি জানিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলকে ভাঙ্গা হবে। আর, দিলীপ ঘোষ হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, কলকাতার বহু তৃণমূল নেতা দিলীপ ঘোষকে নিয়ে কটাক্ষ করেছেন, কিন্তু তিনি বলতে চান, একজন প্রকৃত নেতা হলেন দিলীপ ঘোষ। যিনি সংসারজীবন করেননি। তাঁর দৃঢ় বিশ্বাস একদিন মুখ্যমন্ত্রী হবেন তিনি। একদিন রাজ্য চালাবেন দিলীপ ঘোষ। অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ভাবে ভেঙে পড়বে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এরপর, গতকাল বিজেপির বিশেষ বৈঠকে দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হলো, তিরস্কার করা হলো বিজেপি সংসদ সৌমিত্র খাঁকে। আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশন নির্ধারণ করতে গতকাল বিজেপির বৈঠক বসে ছিল কলকাতায়। বিজেপির এই বৈঠকে যোগদান করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় প্রমূখরা। একাধিক রাজ্য নেতাও এই বৈঠকে যোগদান করেছিলেন। এই বৈঠকে পরিবর্তন যাত্রা কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বৈঠকে সৌমিত্র খাঁকে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে দল। ইতিপূর্বে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বিজেপির রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এখনই দলের অন্দরে আলোচনা না করতে। বিজেপির নীতি হলো, বিজেপি কোন রাজ্যে যখন প্রথমবার ক্ষমতা দখলের জন্য লড়াই করে, তখন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরা হয় না। নির্বাচনে জয়লাভের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। বিজেপির এই রীতি মেনে চললে, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে সামনে নাও আনতে পারে বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বের এই নির্দেশ পাওয়ার পর, এ বিষয়ে আর মুখ খুলতে রাজি নন বিজেপির রাজ্য নেতৃত্ব। আপনার মতামত জানান -