একি ঔদ্ধত্য তৃণমূলের? সাধারণ ভোটারদেরকেও মারধর! চরম বিশৃঙ্খলা! তৃণমূল রাজনীতি রাজ্য May 25, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ভয় দেখানো থেকে শুরু করে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু তৃণমূলের এতটাই ঔদ্ধত্য হয়ে গিয়েছে যে, তারা এবার সাধারণ ভোটারদের ওপরেও অত্যাচার করতে শুরু করেছেন। আসলে জনমত নেই জন্যই তৃণমূল এই ধরনের হিংসা আশ্রয় বেছে নিচ্ছে বলেই অভিযোগ বিজেপির। কিন্তু কোথায় সাধারণ ভোটারদের ওপর এই ধরনের অত্যাচার করলো তৃণমূল কংগ্রেস? সূত্রের খবর, এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোড়া পাবড়া হাইস্কুলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যেখানে সাধারণ ভোটারদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আতঙ্কে অনেক ভোটার পালিয়ে যান। অর্থাৎ মানুষের ভোটে জিততে না পারার আশঙ্কাতেই তৃণমূল সাধারন মানুষদের ওপর এইভাবে আক্রমণ চালাচ্ছে বলেই দাবি গেরুয়া শিবিরের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -