এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > একইদিনে বিজেপির সর্বভারতীয় সভাপতির দুটি সভা বাতিল, রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা

একইদিনে বিজেপির সর্বভারতীয় সভাপতির দুটি সভা বাতিল, রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি। তবে যে দুই দলের মধ্যে লড়াই চলছে ব্যাপকভাবে সেই যুযুধান দুই শিবির হলো তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের পক্ষ থেকে যেমন কোনোভাবেই বাংলার অধিকার ছাড়া হচ্ছেনা, ঠিক সেভাবেই গেরুয়া শিবিরের পক্ষ থেকেও বাংলা দখল এবারেই করতে হবে বলে মরিয়া লড়াই চালানো হচ্ছে। 

এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি নেতাদের সাথে সাথে কেন্দ্রীয় বিজেপি নেতারাও একের পর এক বাংলায় এসে প্রচার চালাচ্ছেন। আজকে যেরকম বাংলায় প্রচার চালাতে আসার কথা ছিল কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার। কিন্তু ঘোষণা সত্ত্বেও উপস্থিত হতে পারলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আর তাই নিয়ে ব্যাপক অস্বস্তি গেরুয়া শিবিরে। মঙ্গলবার হুগলির শ্রীরামপুরে এবং চুঁচুড়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দুটি নির্বাচনী জনসভা বাতিল হল। যথারীতি ভোটের মুখে এভাবে জনসভা বাতিল হওয়ায় কর্মী-সমর্থকদের উৎসাহ প্রায় তলানীতে এসে ঠেকেছে বলে জানা যাচ্ছে। 

সোমবার সকাল সাড়ে এগারোটায় শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কবীরশংকর বসুর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, অতিরিক্ত গরমে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর কর্মী-সমর্থকরা নেতাদের দিকে প্রশ্ন ছোঁড়েন, জেপি নাড্ডার এত দেরি হওয়ার কারণ কি? পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ মাইকে ঘোষণা করা হয়, জেপি নাড্ডা কর্মী-সমর্থকদের ভিডিও বার্তা দেবেন।

কিন্তু তারপরেই সভাস্থল খালি হতে শুরু করে বলে জানা গিয়েছে। যথারীতি স্থানীয় বিজেপি নেতা নেত্রীরা ব্যাপক অস্বস্তিতে পড়েন বলে খবর।  নতুন করে ঘোষণা করা হয়, জেপি নাড্ডা আসছেন কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখার জন্য। কিন্তু সেই ঘোষণায় আর ভরসা রাখেন নি দলীয় কর্মীরা। প্রত্যেকেই সভাস্থল ছেড়ে হাঁটা মারে। 

এ প্রসঙ্গে জানা গেছে, বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল ঘোষ জানিয়েছেন, হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি থাকার জন্যও জেপি নাড্ডা আসতে পারেননি। প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার জেপি নাড্ডার হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং তিনি সভায় উপস্থিত হতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এদিন হুগলির সাংগঠনিক জেলার সভাপতিকে জেপি নাড্ডার ভিডিও বার্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ফাঁকা মাঠে কিভাবে ভিডিও বার্তা দেওয়া যাবে। অন্যদিকে বিজেপি নেতা সায়ন্তন বসু এ প্রসঙ্গে পুরোপুরি অন্য কথা জানিয়েছেন। তিনি বলেন, জেপি নাড্ডা একটি জনসভায় থাকার দরুণ শ্রীরামপুরের সভায় আসতে পারেননি। এদিনই আবার চুঁচুড়াতে নাড্ডার দ্বিতীয় জনসভা একইভাবে বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জরুরী কর্মসূচি এসে পড়ার দরুণ বিজেপির সর্বভারতীয় সভাপতিকে চলে যেতে হয়েছে। 

এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল শিবিরের দাবি, সভাস্থলে লোক না হওয়ার জন্যই বিজেপির সর্বভারতীয় সভাপতিকে সভা বাতিল করতে হয়েছে। একইদিনে জেলাতে কেন্দ্রীয় বিজেপি সভাপতির এভাবে সভা বাতিল হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি গেরুয়া শিবিরের অন্দরেও শুরু হয়েছে জলঘোলা। আপাতত কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এবার কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!