এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একযোগে করোনা আক্রান্ত দুই হেভিওয়েট তৃণমূল বিধায়ক, দুশ্চিন্তা ক্রমশ তীব্র হচ্ছে শাসক শিবিরে

একযোগে করোনা আক্রান্ত দুই হেভিওয়েট তৃণমূল বিধায়ক, দুশ্চিন্তা ক্রমশ তীব্র হচ্ছে শাসক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। সম্প্রতি রাজ্যের মোট করোনা সংক্রমণ ৩ লক্ষ ৭০ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি। রাজনৈতিক মহলে করোনা তার থাবা বিস্তার করেছে প্রবলভাবে। রাজ্যের শাসক দলের বহু নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি, করোনা আক্রান্ত হলেন ঝাড়গ্রাম জেলার দুজন তৃণমূল বিধায়ক। যারা হলেন, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাত ও নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। প্রসঙ্গত, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু হলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি। করোনা আক্রান্ত হবার কারণে গতকাল শনিবার তাঁদেরকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত তৃণমূল বিধায়ক চূড়ামণি মাহাতো বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন। জ্বরের সঙ্গেই ছিল কাশি, গলাব্যথার মতো উপসর্গ। কিছুদিন আগে বিধায়ক চূড়ামণি মাহাতো জ্বর, গলাব্যথার সমস্যা নিয়ে ঝারগ্রামের এক বেসরকারি চিকিৎসককে দেখিয়েছিলেন। কিন্তু এরপরও তাঁর জ্বর কমে নি। তিনি তাঁর আমলাচটি গ্রামের বাড়িতে বিশ্রাম নিয়েছিলেন। গত শুক্রবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ট্রুন্যাটে করোনা পরীক্ষা করান তিনি। ট্রুন্যাটে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।

এরপর তাঁর লালারসের নমুনা বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয় আরটিপিসিআর পরীক্ষা করার জন্য। এই রিপোর্ট পজিটিভ আসে। গত শুক্রবার রাতে তাঁর চিকিৎসার জন্য তাঁর বাড়িতে গিয়েছিলেন ঝাড়গ্রামের বিএমওএইচ মানিক সিং ও চিল্কিগড়ের বিএমওএইচ অভিরূপ সিং প্রমূখরা। গতকাল শনিবার সকালে তাঁকে কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হল। গতকাল তাঁর পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুও বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পূর্ব মেদিনীপুরের কন্টাইতে তাঁর বাড়িতে ছিলেন। কয়েকদিন ধরেই জ্বর ছিল তাঁর। গত শুক্রবার তিনি তাঁর এন্টিজেন পরীক্ষা করিয়ে ছিলেন। সে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আছে। এ কারণে গতকাল শনিবার তাঁকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত ঝাড়গ্রাম জেলাতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। জেলায় মোট ১৭৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ২৪ জন। সম্প্রতি, জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩৩৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৩২ জন। জেলায় মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৯৬ জন।

জেলার বাড়তি করোনা সংক্রমনের মোকাবিলায় ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকার একটি নবনির্মিত মহিলা হোস্টেলকে এই জেলার দ্বিতীয় করোনা হাসপাতাল করা হলো। এই হাসপাতালে রাখা হচ্ছে মৃদু উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের। অন্যদিকে বেশি উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের হাসপাতাল ক্যাম্পাসের করোনা হাসপাতালে রাখা হচ্ছে।

এভাবে, শাসক দলের ২ বিধায়ক একদিনে করোনা আক্রান্ত হবার ফলে দুশ্চিন্তা বাড়ছে শাসক শিবিরে। প্রসঙ্গত রাজনীতিবিদরা অধিক পরিমাণে করোনার শিকার হচ্ছেন। রাজনৈতিক কারণে বারবার বাইরে বেরোতে হচ্ছে তাঁদের, করতে হচ্ছে জনসংযোগ। এ কারণেই তাঁদের মধ্যে বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!