“একজন স্বামীহারা স্ত্রী যা বলার বলে দিয়েছেন” তৃণমূল নেতা খুনে এবার কাতলা মাছের তত্ত্ব বিজেপি নেতার! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 11, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি মালদহে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা দুলাল সরকারকে। ইতিমধ্যেই বেশ কিছু জনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ইংরেজবাজার টাউন তৃণমূলের সভাপতিকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারপরেও নিহত তৃণমূল নেতার স্ত্রী দাবি করছেন, এর পেছনে আরও অনেক বড় মাথা থাকতে পারে। আর এবার তার সেই বক্তব্যকে হাতিয়ার করেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শমীকবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “একজন স্বামীহারা স্ত্রী এর থেকে বেশি আর কি বলবেন? তিনি যা বলার তা তো বলে দিয়েছেন। এরপর কি নাম করে বলবেন? গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বলবেন! সকলেই জানে যে, কে এই ঘটনা ঘটিয়েছে! গোটা মালদহ শহরের মানুষ জানে। আমরা তো প্রথম থেকেই বলছি যে, নন্দু তিওয়ারি একজন চারাপোনা। এর পেছনে কাতলা মাছ রয়েছে। তাকে খুঁজে বের করতে হবে।” আপনার মতামত জানান -