এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একলা চলার ডাক, দলীয় বৈঠকের পরেই বড় বার্তা তৃণমূলের!

একলা চলার ডাক, দলীয় বৈঠকের পরেই বড় বার্তা তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– 2024 এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকাতে কংগ্রেসকে সাথে নিয়ে লড়াই করবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকের পর তৃণমূল কংগ্রেস একাই চলবে বলে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে কংগ্রেসের দুই তরফা নীতি নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেল তাকে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে চন্দ্রিমা ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী বলেন, “তৃণমূল কংগ্রেস একা চলছে এবং একাই চলবে। কংগ্রেস এখানে বিজেপি এবং সিপিএমের সঙ্গে হাত মেলাবে, আর ওখানে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে চাইবে, এটা হতে পারে না।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত আগামী দিনে তৃনমূল যে কংগ্রেসকে ছাড়াই লড়াই করার চিন্তাভাবনা করছে, তা বুঝিয়ে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!