এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > একদা গড়ে এখনও বুথ কমিটিই করতে পারল না কংগ্রেস! সংগঠনের বেহাল দশায় ব্যাকফুটে অধীর-দীপারা?

একদা গড়ে এখনও বুথ কমিটিই করতে পারল না কংগ্রেস! সংগঠনের বেহাল দশায় ব্যাকফুটে অধীর-দীপারা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল উত্তর দিনাজপুর জেলা। কিন্তু কালের নিয়মে সেখানে কংগ্রেসের শক্তি ক্ষয় হতে শুরু করেছে। বর্তমানে এই জেলায় কোনো গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে নেই। এমনকি জেলা পরিষদের কোনো সদস্য তাদের নেই। শুধুমাত্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রেখে সন্তুষ্ট থাকতে হয়েছে হাত শিবিরকে। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে এখন কিভাবে সংগঠনকে মজবুত করে কংগ্রেস এখানে ভালো ফল করবে, সেটাই কংগ্রেসের নেতা কর্মীদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

ইতিমধ্যেই দলের এইরূপ দশা নিয়ে নেতাকর্মীরা সকলেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। অনেকেই বলছেন, যে কংগ্রেস সর্বভারতীয় দল হিসেবে নিজেদের বড়াই করে, সেই কংগ্রেসের এক সময়কার শক্ত ঘাঁটি উত্তর দিনাজপুরে এখনও পর্যন্ত বুথ কমিটি গঠন করা সম্ভব হয়নি। তাই তৃনমূল এবং বিজেপির যখন প্রভাব বাড়ছে, তখন কিভাবে এই দুই দলের বিরুদ্ধে লড়াই করে সাফল্য পাবে কংগ্রেস, তা নিঃসন্দেহে চিন্তার বিষয়।

এদিন এই প্রসঙ্গে কংগ্রেসের ইসলামপুর ব্লকের সভাপতি মোজাফফর হোসেন বলেন, “অঞ্চল সভাপতি ঠিকমত কাজ করছেন না। এর ফলে বুথ কমিটি গঠন হচ্ছে না। কর্মীরা চাইছেন, দীপা দাশমুন্সি ও জেলা সভাপতি এলাকায় আসুন। তাহলে সংগঠন একটু হলেও চাঙ্গা হবে।” এদিকে এই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “ইসলামপুরে আমাদের সংগঠন দুর্বল। জেলার অন্যান্য এলাকায় সংগঠন ঠিক আছে।  যারা বলছেন, আমি এলাকায় যাই না, তারা আসলে কাজ করতে চান না। 2016 সালের চেয়ে 21 সালের নির্বাচন অনেক আলাদা হবে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমাদের কিছুই নেই। কিন্তু পঞ্চায়েতগুলোতে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, তা নিয়ে নিজেরাই মারপিট করছে। এটা ভোটে প্রভাব ফেলবে।”

এদিকে তাদের দলের কর্মীরা কোনো কর্মসূচিতে নামলেই তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পবিত্র চন্দ। কিন্তু দলের একাংশ যেভাবে দলের কর্মসূচির অভাব নিয়ে অভিযোগ করতে শুরু করেছেন, তাতে কংগ্রেসের অন্দরমহলে অসন্তোষ ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, একসময় উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু কালের নিয়মে এই সমস্ত জেলায় বিজেপির প্রভাব যেমন বেড়েছে, ঠিক তেমনই শাসক দল তৃণমূল কংগ্রেস দাগ কাটতে শুরু করেছে। সেদিক থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে কংগ্রেস। কিন্তু উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের নেতা কর্মীরা চাইছেন ধীরে ধীরে দল এখানে চাঙ্গা হয়ে উঠুক।

আর তাই জেলা সভাপতি থেকে শুরু করে স্থানীয় হেভিওয়েট নেতৃত্বকে সক্রিয় কর্মসূচিতে অংশগ্রহণে পেতে দাবি জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। স্বাভাবিকভাবেই সামনে যখন বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি, তখন উত্তর দিনাজপুর জেলায় সংগঠনকে চাঙ্গা করতে নেতাকর্মীদের এই দাবি অনুযায়ী কংগ্রেস নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!