এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একদা লালদুর্গে সংগঠন ঢেলে সাজাচ্ছে তৃণমূল! বাম আমলে বুক চিতিয়ে লড়াই করা নেতাদের বিশেষ গুরুত্ব

একদা লালদুর্গে সংগঠন ঢেলে সাজাচ্ছে তৃণমূল! বাম আমলে বুক চিতিয়ে লড়াই করা নেতাদের বিশেষ গুরুত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সমগ্র বর্ধমান জেলায় একসময় লাল বাহিনীর অপ্রতিহত দাপট অব্যাহত ছিল। তারপর রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে জীর্ণ হয়ে পড়ে লাল দুর্গ। একসময়ের লালদুর্গ বলে পরিচিত পূর্ব বর্ধমান জেলা শাসকদল তৃণমূলের হাতে আসে। এদিকে সামনেই আবার আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে জেলায় নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে জেলার প্রতিটি ব্লক ও শহর সংগঠনের জরুরি গোছগাছ শুরু করে দিল তৃণমূল নেতৃত্ব। গতকাল মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন ব্লক ও শহর সভাপতিদের নাম ঘোষিত হল । বেশ কিছু স্থানে ব্লক সভাপতি ও শহর সভাপতির পরিবর্তনও করা হলো।

গতকাল বিকেলে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ ব্লক ও শহর সভাপতিদের নামের নতুন তালিকা প্রকাশ করলেন। গতকালের এই সম্মেলনে পূর্ব বর্ধমান জেলার কোঅর্ডিনেটর উজ্জল প্রামাণিক, অলোক মাঝি প্রমুখরা উপস্থিত ছিলেন। বর্ধমান সাংগঠনিক জেলার অধীনস্ত ১৮ টি ব্লক সভাপতি, ৫টি শহর সভাপতির নাম গতকাল ঘোষণা করা হলো। ব্লকও শহরসহ মোট ১১ জন সহ-সভাপতি নামও গতকাল ঘোষিত হল। সব মিলিয়ে জেলায় মোট ২৭ জন সহ সভাপতি, ২৬ জন জেলার সাধারণ সম্পাদক, ১৬ জন জেলা সম্পাদকের নামের তালিকা গতকাল প্রকাশ করা হলো। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল জেলা কমিটি ও যুব তৃণমূল ব্লক সভাপতি, শহর সভাপতিদের নামের তালিকাও প্রকাশ করা হলো।

গতকালের এই তালিকা প্রসঙ্গ প্রকাশ প্রসঙ্গে পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ জানালেন, ” রাজ্য নেতৃত্ব এই কমিটির অনুমোদন দিয়েছে। রাজ্যের নির্দেশে এই কমিটি ঘোষণা করা হল। ব্লক সভাপতি থেকে অনেককেই আমরা জেলায় নিয়ে এসেছি। সকলকেই সম্মান দেওয়া হয়েছে।” প্রসঙ্গত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দায়িত্বে থাকা কেতুগ্রাম ১, কেতুগ্রাম ১, আউসগ্রাম ১, আউসগ্রাম ২, মঙ্গলকোট ব্লক কমিটি, গুসকরা শহর কমিটির সভাপতিদের নাম বীরভূম জেলা থেকে ঘোষণা করা হবে বলে জানানো হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত তৃণমূলের এক সময়ের দাপুটে নেতা বামদেব মন্ডলকে রায়না ১ ব্লকের সভাপতি করা হলো। দক্ষ সংগঠক এবং দাপুটে নেতা রূপে বামদেব মন্ডল যথেষ্ট পরিচিত। একটা সময় সিপিএমের বিরুদ্ধে লড়াই চালিয়ে ছিলেন তিনি। যার জন্য তাঁর জেলযাত্রাও হয়েছিল। তাঁর নেতৃত্বেই দক্ষিণ দামোদর এলাকায় তৃণমূলের সংগঠন শক্তিশালী হতে পেরেছে। তবে তৃণমূল ক্ষমতায় আসার পর তাঁকে কিছুটা গুরুত্বহীন করে দেয়া হয়েছিল। আগামী ২০২১ এর নির্বাচনের আগে তাকে শক্তিশালী করে দিয়ে সাফল্যের পরিকল্পনা তৃণমূলের। অন্যদিকে, গত ১৯৯৮ সাল থেকে রায়না ১ ব্লকের সভাপতি ছিলেন শৈলেন্দ্রনাথ সাঁই। তিনিও একজন আদি তৃণমূল নেতা। সম্প্রতি তাঁকে পূর্ব বর্ধমান জেলার সহ-সভাপতি রূপে উন্নীত করা হলো

সদ্য ব্লক সভাপতির দায়িত্ব প্রাপ্ত বামদেব মন্ডল বললেন, ” দল নতুন দায়িত্ব দিয়েছে। আমার এখন একটাই কাজ, আগামী বিধানসভা নির্বাচনে রায়না আসনটি দিদিকে উপহার দেওয়া।” অন্যদিকে কালনা শহর সভাপতি তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে সরিয়ে ওই পথে আনা হলো দেবপ্রসাদ বাগকে। কাটোয়া শহর সভাপতির পদ থেকে অমর রামকে অপসারিত করে সে স্থলে আনা হলো শুভ্রা রায়কে। মেমারি শহর সভাপতি করা হলো অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়কে, যে পদে এতদিন আসীন ছিলেন স্বপন বিষয়ী। অনুরূপভাবে, কাটোয়া ২ , জামালপুর, কালনা ১, পূর্বস্থলী ২, গলসি১, গলসি ২, ও রায়না ২ ব্লকের সভাপতির রদবদল ঘটানো হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!