এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > একদা মমতার ভরসা এবার বামেদের অন্যতম মুখ হতে চলেছেন? ভোটের আগে নতুন পদক্ষেপে জল্পনা চরমে

একদা মমতার ভরসা এবার বামেদের অন্যতম মুখ হতে চলেছেন? ভোটের আগে নতুন পদক্ষেপে জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিলিগুড়িতে বড়োসড়ো চমক বামেদের। মুখ্যমন্ত্রীর একসময়কার কাছের মানুষকে এবার দেখা যাচ্ছে শিলিগুড়ির বিধায়ক, তথা শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্যের প্রশংসা করতে। জল্পনা বাড়িয়ে অশোক ভট্টাচার্যকে আগামী বিধানসভা নির্বাচনে বিজয়ী করার আবেদনও করতে দেখা গেল ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াকে।

ইতিপূর্বে যিনি দুবার তৃণমূলের হয়ে নির্বাচনে লড়াই করেছিলেন। তবে, অশোক ভট্টাচার্য বলেছেন যে, এর মধ্যে কোন রাজনীতির বিষয় নেই, কোন ভোটের সম্পর্কও নেই, যা রাজনৈতিক সৌজন্যতা মাত্র। তবে, বামেদের এই পদক্ষেপ শোরগোল ফেলে দিয়েছে শিলিগুড়িতে। আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর একসময়ের এই কাছের মানুষ কি বামেদের হয়ে লড়াইয়ে নামতে চলেছেন? বাড়ছে জল্পনা।

প্রসঙ্গত, গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। এরপর গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি থেকে তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে বাইচুং ভুটিয়াকে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল। লড়াই করেছিলেন তিনি অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে। তবে, সফলতা আসে নি তাঁর। এরপর তৃণমূলের সঙ্গে তেমন যোগাযোগ করতে দেখা যায়নি তাঁকে। তৃণমূল ছেড়ে দিয়ে সিকিমে নিজের দল খুলেছিলেন বাইচুং ভুটিয়া। গতকাল পূর্ব প্রতিদ্বন্দ্বী অশোক ভট্টাচার্যের বিশেষ প্রশংসা করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শিলিগুড়ির পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইচুং ভুটিয়া, অশোক ভট্টাচার্য ছাড়াও সিপিএমের বেশকিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব। গতকাল অশোক ভট্টাচার্য্য বাইচুং ভুটিয়াকে দিয়ে শিলিগুড়ির তিনটি খেলার মাঠ সংস্কার প্রকল্পের সূচনা করলেন। এই তিনটি খেলার মাঠ শিলিগুড়ির ২ নম্বর, ৩ নম্বর, ৪৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই খেলার মাঠগুলি সংস্কারের সূচনা করা হলো। এই কাজে বিধায়ক তহবিল থেকে ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

গতকালের অনুষ্ঠানে বাইচুং ভুটিয়া বিশেষ প্রশংসা করলেন অশোক ভট্টাচার্যের। গণমাধ্যমে তিনি জানালেন যে, দীর্ঘ সময় ধরে অশোক ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন। অশোক ভট্টাচার্য শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দেশের মধ্যে একজন অন্যতম নেতৃত্ব। যিনি মানুষের জন্য কাজ করেন, আগামী ভোটে তাঁকে নির্বাচিত করার জন্য জনগণের কাছে আবেদন রাখতে দেখা গেল প্রাক্তন ফুটবল তারকাকে। যে ঘটনায় বিস্মিত রাজনীতি মহল।

তবে, এ প্রসঙ্গে অশোক ভট্টাচার্য জানালেন যে, বাইচুং ভুটিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। সম্প্রতি রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয়। তবে শিলিগুড়িতে তা হয় না। শিলিগুড়িতে রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখেছেন তাঁরা। এই অনুষ্ঠান তা প্রমাণ করেছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বলে দাবি করলেন তিনি।

এ প্রসঙ্গে তৃণমূলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি রঞ্জন সরকার জানালেন যে, বাইচুং ভুটিয়াকে খেলোয়াড় হিসেবে তিনি সম্মান করেন। কিন্তু, তাঁর রাজনৈতিক কার্যকলাপে সন্তুষ্ট নন তিনি। তবে, তাঁর এই কার্যকলাপে তাদের কিছু যায়- আসে না। বিশ্লেষকদের দাবি, শিলিগুড়ি শহরে গুরুত্বপূর্ণ হল নেপালি ভোট ব্যাংক। বাইচুং ভুটিয়াকে কাছে টেনে নেপালি ভোট টানার উদ্যোগ নিয়েছেন অশোক ভট্টাচার্য। প্রসঙ্গত বিমল গুরুংকে কাছে টেনে নেপালি ভোট ব্যাংকের ওপর বড়োসড়ো থাবা বসিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে বাইচুং ভুটিয়াকে কাছে টেনে মাস্টার দেবার পরিকল্পনা হতে পারে অশোক
ভট্টাচার্যর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!