এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > একদা শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড এবার কি রাজনীতিই ছেড়ে দিতে চলেছেন? জল্পনা চরমে উঠল!

একদা শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড এবার কি রাজনীতিই ছেড়ে দিতে চলেছেন? জল্পনা চরমে উঠল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজস্থানের পাইলট বনাম গেহলটের যুদ্ধ এখন পৌঁছেছে সুপ্রিমকোর্টের দরজায়। সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব বাড়তে থাকায় উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট সরাসরি রাজস্থানের কংগ্রেস শিবির ত্যাগ করে পৌঁছে যান দিল্লিতে। যদিও সে সময় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শোনা যায় যে শচীন পাইলট বিজেপিতে যোগদান করতে চলেছেন বেশ কিছু অনুগামীসহ। যদিও সে জল্পনায় শচীন পাইলটের অনুগামীরা জল ঢেলে দিয়েছেন ইতিমধ্যেই।

অন্যদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাতারাতি কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকেন হুইপ জারি করে। কিন্তু সেই বৈঠকে শচীন পাইলট এবং তাঁর অনুগামীরা যথারীতি উপস্থিত হননি। সেক্ষেত্রে শচীন পাইলট ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শচীন পাইলট এর উপমুখ্যমন্ত্রীত্ব কেড়ে নেওয়া হয় এবং তার বিধায়ক পদ খারিজ করার তোড়জোড় শুরু হয়। কিন্তু সেখানেই বাঁধে গোল। শচীন পাইলট রাজস্থান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোজা রাজস্থান হাইকোর্টে পৌঁছান।

তবে এবার অন্যরকম পরিস্থিতি আসতে চলেছে। যদি রাজস্থান হাইকোর্ট শচীন পাইলট এর বিরুদ্ধে রায় দেন তাহলে শচীন পাইলটের বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কংগ্রেস শিবিরে তাঁর আর কোনো ভূমিকা থাকবে না। অন্যদিকে জানা গেছে, শচীন পাইলট তাঁর ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যে জানিয়েছেন, তিনি কংগ্রেস শিবির ছাড়তে চাননা। তবে সবকিছু নির্ভর করছে আগামী দিনের হাইকোর্টের রায়ের ওপর। যদি তাঁর বিধায়ক পদটি টিকে যায় তাহলে কংগ্রেসের অন্দরে থেকেই তিনি নিজের অধিকারের জন্য লড়াই চালাবেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শচীন পাইলট তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, রাজস্থান কংগ্রেস সরকার ফেলে দেওয়ার তাঁর বিন্দুমাত্র ইচ্ছা নেই। তিনি শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী বদলের পরিপন্থী। অন্যদিকে রাজস্থান হাইকোর্টে যে মামলা চলছে তা বন্ধ করে দেওয়ার দাবি নিয়ে রাজস্থানের স্পিকার সিপি যোশী ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন হস্তক্ষেপের জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট স্বস্তি দিয়েছে পাইলটকে। কারণ যোশীর আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তাঁরা হাইকোর্টের শুনানিতে কোনরকম হস্তক্ষেপ করবেনা।

সে ক্ষেত্রে শুক্রবার অর্থাৎ চব্বিশে জুলাই রাজস্থান হাইকোর্ট রায় দিতে পারে। তবে পরবর্তীকালে সেই রায় সুপ্রিম কোর্টের বিবেচনাধীন হতেই পারে। এবং সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের ফলে শচীন পাইলট সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে রাজস্থান বিধানসভার স্পিকার আর কোন রকম পদক্ষেপ গ্রহণ করতে পারবেননা হাইকোর্টের নির্দেশ ছাড়া। আর এই খবর পাইলট শিবিরের জন্য বড়োসড়ো স্বস্তির খবর। এই মুহূর্তে রাজস্থানের বর্তমান রাজনৈতিক আবহ যত দিন যাচ্ছে ততই আরও জটিল হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জাতীয় রাজনীতিতে কংগ্রেসের ক্ষমতা ক্রমশ সংকুচিত হচ্ছে। আর সেই সুযোগে একের পর এক রাজ্যের দখল নিচ্ছে গেরুয়া শিবির। আর যেসব রাজ্যে কংগ্রেসের শাসন চলছে সেখানে তীব্র আকার ধারণ করছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে এখন পাইলট বনাম গেহলট যুদ্ধ নিয়ে চলছে তুমুল আলোচনা। আপাতত আগামী শুক্রবার হাইকোর্টের রায় কার পক্ষে যায়, আদৌ পাইলটের বিধায়ক পদ বাতিল হয় না পাইলট এবার নতুন যুদ্ধে অবতীর্ণ হন, সেদিকেই রয়েছে নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!