এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একই দিনে আধ ঘণ্টার ব্যবধানে শাসক দলের দু’পক্ষ উদ্বোধন করলেন একই রাস্তা, গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে

একই দিনে আধ ঘণ্টার ব্যবধানে শাসক দলের দু’পক্ষ উদ্বোধন করলেন একই রাস্তা, গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের ১২ হাজার কিলোমিটার সড়কের সংস্কার ও পুনর্নির্মানের পরিকল্পনা নিয়ে গতকাল বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ধনতলায় পথশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এর সঙ্গে সঙ্গে সারা রাজ্য জুড়ে শুরু হলো এই পথশ্রী অভিযান।

রাজ্যজুড়ে পথশ্রী অভিযান উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর বাজার থেকে ঘোষালের আবাদ পাঁড়ুইপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকা করতে বরাদ্দ করা ৪০ লক্ষ টাকা। প্রসঙ্গত, দেগঙ্গার এই অঞ্চলটি হাড়োয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। গতকাল বেলা ১ টায় পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী, এই রাস্তাটির সংস্কারের সূচনা হয়। বেলা ১ টায় তৃণমূল বিধায়ক নুরুল ইসলাম ও রহিমা মণ্ডল তাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান মঞ্চ থেকে ফিতে কেটে এই রাস্তার সংস্কারের সূচনা করলেন।

তাঁরা অনুষ্ঠান শেষ করে চলে যাবার পর এই অনুষ্ঠান মঞ্চে এলেন উত্তর ২৪ পরগনা জেলার ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি মিণ্টু সাহাজি, পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুর রহমান ও দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক। তারা সকলে একই মঞ্চে উপস্থিত হয়ে আরও একবার ফিতে কেটে এই রাস্তার সংস্কারের সূচনা করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে, ৪০ লক্ষ টাকা বরাদ্দ করে মাত্র দেড় কিলোমিটার রাস্তা আধ ঘণ্টার ব্যবধানে শাসকদল তৃণমূলের দুপক্ষ পৃথকভাবে উদ্বোধন করায় বিস্মিত এলাকাবাসী। এ প্রসঙ্গে এলাকাবাসী করিম গাজী ও শেখর মন্ডল জানালেন, গোবর্ধনপুর বাজার থেকে ঘোষালেরআবাদ পাঁড়ুইপাড়া গামী এই রাস্তাটি পিচ, পাথরের করার দাবি ছিল তাদের দীর্ঘকালের। যা সে দাবি পূরণ হওয়ায় তাঁরা যথেষ্ট আনন্দিত। কিন্তু একইসঙ্গে তাদের প্রশ্ন, ” একই রাস্তার কাজের দু’বার সূচনা যে ভাবে ঘটা করে হল, কাজ আদৌ হলে হয়! ’’

এভাবে, একই রাস্তার সংস্কারের কাজ দুবার উদ্বোধন হওয়ায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ ফের প্রকাশ্যে এসে পড়েছে। যদিও এ প্রসঙ্গে দুপক্ষের তৃণমূল নেতাদের বক্তব্য, সময় মত তাঁরা উপস্থিত হতে না পারায় একসঙ্গে তাঁরা উদ্বোধন করতে পারেন নি।

আগামী বিধানসভা উপনির্বাচনের নিরিখে শাসক দলের নেতা কর্মী তথা সদস্যদের বারবার ঐক্যবদ্ধ হবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাঁধে কাঁধ মিলিয়ে, ঐক্যবদ্ধ হয়ে চলবার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু এরপরও বেশ কিছু স্থানে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে তৃণমূলের। ভোটকুশলী পিকে যখন অন্যদলের সদস্যদের তৃণমূল দলে এনে দলের সদস্য বৃদ্ধি করছেন, সে সময় শাসক দল তৃণমূলে একাধিকবার দেখা দিয়েছে গোষ্ঠী কোন্দল। ফলে আলগা হয়ে পড়ছে দলের বাঁধন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!