এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > একই দিনে জোড়া রোডশো শুভেন্দু অধিকারীর, নন্দীগ্রামের পর এবার ব্যারাকপুর

একই দিনে জোড়া রোডশো শুভেন্দু অধিকারীর, নন্দীগ্রামের পর এবার ব্যারাকপুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপিতে যোগদানের পর আজ একদিনে জোড়া রোডশো শুভেন্দু অধিকারীর। আজ প্রথমে নন্দীগ্রামে রোডশো করেছিলেন শুভেন্দু অধিকারী। যেখান থেকে শাসক দল তৃণমূলকে একহাত নিলেন তিনি। তাঁর রোডশোয় অংশগ্রহণ করেছিলেন অসংখ্য মানুষ। নন্দীগ্রামে তিনি জানিয়েছিলেন যে, শাসকদল তৃণমূলের ভাওতাবাজি মানুষ এখন ধরে ফেলেছেন, এ কারণেই রাজনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তৃণমূলের নেতারা। তিনি আরও বলেছিলেন যে, তৃণমূলের কথা ও কাজের কোন মূল্য নেই। সাড়ে ৯ বছর পর মনে পড়েছে, এ কারণেই তারা করছে যমের দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান। তবে, তিনি দাবি করেছেন, এ সব কিছু ভাওতাবাজি করে আর কোনো লাভ হবে না। রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, পরিবর্তনের পরিবর্তন করবেন।

এরপর আজ বিকেলে ব্যারাকপুরে রোডশোয় উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী । ব্যারাকপুরের ওয়ারলেস মোড় থেকে শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর রোডশো। আজ রোডশোতে শুভেন্দু অধিকারী সঙ্গে রয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর থেকে খড়দা পর্যন্ত চলবে এই রোড শো। অর্জুন সিং ছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রীয়, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি নেতা শুভ্রাংশু রায় প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর ব্যারাকপুরের রোডশোয়ও ব্যাপক লোকসমাগম হয়েছে। উপস্থিত হয়েছেন বহু বিজেপি কর্মী। কর্মীরা কেউ পতাকা নাড়াচ্ছেন, কেউ হাত তুলে স্বাগত জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, কাউকে দেখা যাচ্ছে খোল, কর্তাল বাজাতে। সকলকেই হাত তুলে অভিবাদন জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। ব্যাপক লোকসমাগমের কারণে বিটি রোড কার্যত অবরুদ্ধ অবস্থায় চলে গেছে। আজ রোডশো শেষ হলে খড়দা থানার সামনে সভা করার কথা শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্বের। এবারের রোডশোয় শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখেন তা নিয়ে কৌতহল বাড়ছে সকলের।

অন্যদিকে বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে যে, আগামী জানুয়ারি মাসে দুদিনের জন্য রাজ্য সফরে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আগামী ৯ ই জানুয়ারি দুদিনের জন্য বঙ্গ সফরে আসবেন তিনি। এবারে তাঁর বোলপুরে যাবার কথা আছে। অন্যদিকে আগামী মাসে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার, আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!