এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা বন্দ্যোপাধ্যায় ও ছত্রধর মাহাতোর পাশাপাশি ছবি অসন্তোষ তৃণমূলের অন্দরে

মমতা বন্দ্যোপাধ্যায় ও ছত্রধর মাহাতোর পাশাপাশি ছবি অসন্তোষ তৃণমূলের অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মূলত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই একসময়ের মাওবাদী নেতা ছত্রধর মাহাতোকে মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন তৃণমূল দলে। তাঁকে বড় পদও দেয়া হয়েছে। এদিকে আজ বুধবার ঝাড়গ্রামে অনুষ্ঠিত হতে চলছে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। এই সম্মিলনীর অনুষ্ঠানের ব্যানারে মুখ্যমন্ত্রীর পাশে ছত্রধর মাহাতোর ছবি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী ও ছত্রধরের একসঙ্গে ছবি থাকা নিয়ে আপত্তি করেছেন তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী। ইতিপূর্বে যে ছত্রধর মাহাতো মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি রাখা নিয়ে আপত্তি করেছেন অনেকেই। তবে, দলের একাংশের যুক্তি, আগামী বিধানসভা ভোটে ছত্রধরকে জঙ্গলমহলের মুখ করা হবে, তারই প্রমাণ দিচ্ছে এই ছবি।

একসময় জঙ্গলমহলের মুকুটহীন সম্রাট ছিলেন মাওবাদী নেতা ছত্রধর মাহাতো। এরপর জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাশকতা ও নানা অভিযোগে বেশ কিছুটা সময় জেলে কাটিয়ে ছিলেন তিনি। জেল থেকে ফেরার পর তাকে তৃণমূল দলে বড় পদ দেওয়া হয়। এদিকে ১১ বছর আগে লালগড়ের সিপিএম কর্মী খুনের মামলার তদন্ত চলছে তার বিরুদ্ধে। আদালতের নির্দেশে গ্রেপ্তারি থেকে রেহাই মিলেছে তাঁর। তিনি এখন তৃণমূলের রাজ্য সম্পাদক। বিরোধীরা তাঁকে কেন্দ্র করে তৃণমূল ও মাওবাদী যোগাযোগের অভিযোগকে সামনে আনতে শুরু করেছেন। একারণেই বেশকিছু তৃণমূল নেতা তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন।

প্রসঙ্গত, আজ দুপুরে ঝাড়গাম ব্লক তৃণমূল এর উদ্যোগে সরডিহা বাংলো ময়দানে বিজয়া সম্মেলনির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের বেশকিছু ব্যানারে মুখ্যমন্ত্রীর সঙ্গে করজোড়ে ছত্রধর মাহাতোর ছবি দেখা যাচ্ছে।এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, ” তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোর নেতৃত্বে এবং জেলা ও ব্লক তৃণমূলের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে বিজয়া সম্মিলনী।” এই অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ঝাড়গ্রাম ব্লক তৃণমূলের সভাপতি নরেন মাহাতোর নাম দেখা যাচ্ছে। নরেন মাহাতো ছত্রধর মাহাতোর অনুগামী। তাঁর জনসাধারণ কমিটির আন্দোলনের একজন কর্মী ছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গত সোমবার জামবনি ব্লক তৃণমূলের কর্মী সম্মেলনে রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে কোন আমন্ত্রণ করা হয়নি। তবে গতকাল মঙ্গলবার লালগড় ব্লকের কর্মী সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে জেলা তৃণমূল মুখপাত্র সুব্রত সাহা বলেন যে, ছত্রধর মাহাতো হলেন তৃণমূলের রাজ্য সম্পাদক। তাই দলের ব্যানারে তাঁর ছবি রাখা হয়েছে। এতে তিনি বিতর্কের কিছু পাচ্ছেন না। তবে নিজের নাম গোপন রেখে ঝাড়গাম জেলা তৃণমূলের এক প্রবীণ নেতা জানালেন যে, দলের বেশ কিছু নেতাকর্মী ছত্রধরের এই ছবি নিয়ে আপত্তি করেছেন। এ বিষয়ে ব্লক নেতৃত্বকেও সতর্ক করে দেওয়া হয়েছে।

তবে এ প্রসঙ্গে ঝাড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি নরেন মাহাতো জানালেন, ” কয়েকটি ব্যানারে রাজ্য সম্পাদক ছত্রধরদার ছবি রয়েছে। ওই ব্যানার দলের কর্মীরা বানিয়েছেন। তবে অনুষ্ঠান মঞ্চে কেবল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে।” তবে, এ বিষয়ে ছত্রধর মাহাতো এখনো তাঁর কোন প্রতিক্রিয়া জানান নি। তাঁর কাছে এ বিষয়ে জানতে তাঁকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন ও পরে কথা বলবেন বলে ফোন কেটে দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!