এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একসময়কার সতীর্থ বর্তমানে প্রতিপক্ষ, “বাতিল ঘোড়া” বলে কটাক্ষ হেভিওয়েট মন্ত্রীর!

একসময়কার সতীর্থ বর্তমানে প্রতিপক্ষ, “বাতিল ঘোড়া” বলে কটাক্ষ হেভিওয়েট মন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন একসাথে একই দলের নেতৃত্ব দিতে দেখা গেছে তাদের। কিন্তু কিছুদিন আগেই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। আর তারপরই এবার এক সময়কার সতীর্থ তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্র নাটাবাড়িতে সেই মিহির গোস্বামীকে টিকিট দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

স্বাভাবিকভাবেই একসময়কার সতীর্থের সঙ্গে যে এবার লড়াই হতে চলেছে রবীন্দ্রনাথবাবুর, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয়েছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী মিহির গোস্বামীকে বাতিল ঘোড়া বলে আক্রমণ করেছেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। পাল্টা জবাব দিয়েছেন মিহির গোস্বামী। যার ফলে জমে উঠেছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের রাজনীতি।

সূত্রের খবর, মঙ্গলবার নাটাবাড়িতে মিহির গোস্বামীকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “মিহির একজন বাতিল ঘোড়া। এবার দল ওকে টিকিট দেবে না জেনেই বিজেপিতে যোগ দিয়েছে। কিন্তু মানুষ এর জবাব দেবেন।” অন্যদিকে তাকে বাতিল ঘোড়া বলা হলেও রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্য খুব একটা গুরুত্ব দিতে চাননি মিহির গোস্বামী। পাল্টা রবীন্দ্রনাথ বাবুকে আক্রমণ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি প্রার্থী বলেন, “রবীন্দ্রনাথ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখেছেন! নাকি অন্যের প্রতিচ্ছবি দেখেছেন, তা জানা নেই। ঘোড়া তো চতুষ্পদী প্রাণী। নিশ্চয়ই তিনিও চতুষ্পদ প্রাণী। তিনিও মানুষ। তার মুখে এই ধরনের কথা শোভা পায় না। তৃণমূলে কাটমানি খোরদের মধ্যে সত্যিই আমি বাতিল ছিলাম। বাতিল  ঘোড়া নাকি সফল ঘোড়া, তা সময় বলবে।” অর্থ্যাৎ এক সময় তারা দুইজন এক দলে থেকে রাজনীতি করলেও, এখন তাদের এই তরজা কার্যত নজরের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে।

পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূলের দুর্দিনের সৈনিক ছিলেন এই মিহির গোস্বামী এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবিবাবু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস থেকে গেলেও মিহিরবাবু বেশ কিছুদিন আগেই যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। স্বাভাবিকভাবেই একসময়কার সতীর্থ এখন কার্যত প্রতিপক্ষ। তাই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে লড়াই। কে শেষ হাসি হাসে, তা অবশ্যই দেখার বিষয়। আর এই পরিস্থিতিতে বাতিল ঘোড়া নিয়ে একজনের সাথে অপরজনের তরজা রীতিমত জমজমাট হয়ে উঠেছে কোচবিহার জেলা রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!