এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসাবে চূড়ান্ত লড়াইয়ে এই দুই মহারথীই? শুরু তীব্র জল্পনা

বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসাবে চূড়ান্ত লড়াইয়ে এই দুই মহারথীই? শুরু তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ থাকলেও, যে বিজেপি এত ক্ষমতা দখলের জন্য তৎপর, সেই বিজেপি কাকে মুখ করে এগোবে, তা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন রয়েছে। আর যখনই এই প্রশ্ন উঠতে দেখা যেত, তখনই বিজেপির পক্ষ থেকে বক্তব্য রাখা হত, তাদের দলে আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ করে এগোনো হয় না। এখন তাদের প্রধান লক্ষ্য, নির্বাচনে সাফল্য পাওয়া এবং রাজ্যে পরিবর্তন আনা। বর্তমানে দুটি নাম নিয়ে সবথেকে বেশি চর্চা শুরু হয়েছে। যার মধ্যে অন্যতম বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী।

সমালোচক মহলের একাংশ বলছেন, বর্তমানে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তাতে মনে করা হচ্ছে, তিনি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। আর গেরুয়া শিবিরে তিনি যোগ দিলে তাকেই মুখ্যমন্ত্রী করতে পারে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে বাংলার সংস্কৃতি এবং কৃষ্টির কথা মাথায় রেখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত জনপ্রিয় মুখকে বিজেপি আগামী দিনে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে এগিয়ে যেতে পারে বলে মনে করা হয়েছিল‌। আর এমত পরিস্থিতিতে রাজ্যে এসে সেই ব্যাপারে জল্পনাকে আরও ক্রমশ উস্কে দিলেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, শুক্রবার নিউটাউনের পাঁচতারা হোটেলে একটি সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বিজেপির আগামীদিনে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। যেখানে শুভেন্দু অধিকারী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা তোলা হলে কিছুটা হেঁয়ালির স্বরে অমিত শাহ বলেন, “তালিকা অনেক লম্বা। দুটো নামের মধ্যে আটকে থাকবেন না। সময় আসুক। সব দেখতে পাবেন। এখনও তো ছয় মাস আছে, দাঁড়ান না।”

ভাবিকভাবেই বিজেপির সর্বভারতীয় চাণক্যের এই মন্তব্যে নতুন করে জল্পনা ছড়িয়েছে. তাহলে কি অন্যান্য নামের পাশাপাশি যে দুই নাম নিয়ে সবথেকে বেশি জল্পনা চলছে, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীও বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে একদম শীর্ষ তালিকায় রয়েছেন! তাই অমিত শাহ নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, এই দুটি নামের পাশাপাশি আরও অনেক তালিকা আছে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এদিন অন্যান্য রাজ্যের উদাহরণ তুলে ধরে সেখানে মুখ্যমন্ত্রী মুখ না থাকা সত্বেও বিজেপি সাফল্য পেয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “এমন অনেক রাজ্য রয়েছে, যেখানে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী মুখ ছিল না। ভোটের পরে একজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। বিগত পাঁচ বছরে অনেক রাজ্য জিতেছে যেখানে মুখ্যমন্ত্রী মুখ ছিল না। যেমন উত্তরপ্রদেশ। সেখানে তিনশোর বেশি আসনে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি।”

এদিকে আগামী দিনে বাংলায় বিজেপি সরকার গড়বে বলেও আত্মপ্রত্যয়ী মনোভাব পোষণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “বাংলায় কংগ্রেস অনেক বছর শাসন করেছে। কমিউনিস্টদের এই রাজ্যের মানুষ বারবার সুযোগ দিয়েছিলেন। দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দিয়ে দেখলেন। এবার বিজেপিকে একটা সুযোগ দিন। আগামী দিনে দু’শোর বেশি আসন নিয়ে বাংলায় সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। লোকসভায় আমি প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে বলে গিয়েছিলাম, বাংলায় আমরা কুড়িটি আসুন পাব। তখন অনেকে হেসেছিলেন। আমরা উনিশের ভোটে 18 টি আসনে জিতেছি। এবার আমার হাসার পালা। বলে গেলাম, মিলিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন অনিবার্য।”

বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা বলে বাংলার বিজেপি নেতৃত্বকে কার্যত উজ্জীবিত করার চেষ্টা করলেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মুখ নিয়েও কার্যত জল্পনা বাড়িয়ে দিলেন। যে দুটি নাম নিয়ে চর্চা চলছে, সেই শুভেন্দু অধিকারী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে বিশেষ কিছু না বলে উল্টে “তালিকা অনেক লম্বা আছে” বলে গুঞ্জন ক্রমশ বৃদ্ধি করলেন বিজেপির সর্বভারতীয় চাণক্য। সব মিলিয়ে রাজ্যে এসে 200 আসন পাওয়ার কথা বলে অমিত শাহ যে বার্তা দিলেন, তা আগামী দিনে বিজেপি নেতা কর্মীরা কতটা সাফল্যের সঙ্গে পালন করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!