এখন পড়ছেন
হোম > জাতীয় > একুশে জুলাইয়েই কি বিরোধীদের এক ছাতার তলায় আনতে চলেছেন মুখ্যমন্ত্রী? দিতে চলেছেন বিশেষ বার্তা?

একুশে জুলাইয়েই কি বিরোধীদের এক ছাতার তলায় আনতে চলেছেন মুখ্যমন্ত্রী? দিতে চলেছেন বিশেষ বার্তা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার একুশে জুলাইয়ে তৃণমূলের শহীদ দিবসের দিনে রয়েছে একাধিক চমক। এই প্রথম একুশে জুলাই পালিত হতে চলেছে দেশের একাধিক স্থানে। আগামীকাল দুপুর দুটোর সময় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে দিল্লিতে সমস্ত বিরোধী নেতৃত্বকে তৃণমূলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনানো হবে। দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে জায়েন্ট স্ক্রিন এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনানো হবে। যেখানে বিরোধী দলের নেতা-নেত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সংসদে অধিবেশন থাকার কারণে বিভিন্ন সাংসদেরা এখন দিল্লিতে রয়েছেন। এই অবস্থায় বিরোধী দলের সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে কনস্টিটিউশনাল ক্লাবে।

কংগ্রেস, শিবসেনা, এনসিপি, আম আদমি পার্টি, শিরোমণি আকালি দল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, এআইএডিএমকে, আরজেডি সহ সমস্ত বিরোধীদলকে আগামীকাল আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে। এখানেই কাল বিরোধীদের এক ছাতার তলায় আসার আহ্বান জানাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য যাতে সকলে বুঝতে পারেন, সে কারণে মাল্টি সাবটাইটেল ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্ৰসঙ্গত, বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়লাভের পর এবার আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল। এ কারণে রাজ্যে রাজ্যে তৃণমূল সংগঠন বিস্তার করার প্রস্তুতি নেয়া হয়েছে। আর এ কাজে মুখ্যমন্ত্রীর বিশেষ সহায়ক হয়ে উঠেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ইতিমধ্যেই শারদ পাওয়ার, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক হয়েছে। চলতি মাসেই দিল্লি যাবার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিরোধী নেতা-নেত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে, জানা যাচ্ছে। তার পূর্বে আগামীকালই তিনি বিরোধী নেতা-নেত্রীদের বিশেষ বার্তা দিতে পারেন, এমন একটা সম্ভাবনা যথেষ্ট রয়েছে।

এ প্রসঙ্গে জনৈক তৃণমূল সাংসদ জানান, কেন্দ্রীয় সরকার যেভাবে বিরোধী দলগুলির কণ্ঠরোধ করার চেষ্টা করছে, তার প্রতিবাদ জাতীয় স্তরে জানাতে হবে। পশ্চিমবঙ্গে যেভাবে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে রুখে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে জাতীয় রাজনীতিতে তাঁর প্রাসঙ্গিকতা অনেক বেড়েছে। তাই তাঁর বক্তব্য শুনতে সমস্ত বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। শহীদ দিবসে মুখ্যমন্ত্রীর বক্তৃতা বিরোধী দলের নেতারা দিল্লীতে বসে শুনবেন যখন, তখন কেন্দ্র সরকারকে জাতীয় রাজনীতিতে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা আরো ভালো করে বোঝানো সম্ভব হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!