এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > একুশের লক্ষ্যে বিজেপির আদিবাসী ভোটব্যাঙ্ক কাড়তে এবার বড়সড় পদক্ষেপের পথে তৃণমূল? জেনে নিন

একুশের লক্ষ্যে বিজেপির আদিবাসী ভোটব্যাঙ্ক কাড়তে এবার বড়সড় পদক্ষেপের পথে তৃণমূল? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল উত্তরবঙ্গে খুব একটা ভাল হয়নি। উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলে আদিবাসীদের ভোটব্যাঙ্ক পেতে সচেষ্ট হয়নি শাসক দল। যেখানে থাবা বসিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর লোকসভায় বিজেপি 18 এবং তৃণমূল কংগ্রেস 22 টি আসন পাওয়ার পরেই রীতিমত ঘুরে দাঁড়াতে নানা পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় ঘাসফুল শিবিরকে। এবার উত্তর মালদহের আদিবাসী ভোটব্যাংকে নিজেদের দিকে টানতে উদ্যোগী হল মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব।

জানা গেছে ইতিমধ্যেই বিরোধীরা নিজেদের মতো করে ময়দানে নেমে মানুষের কাছে যেতে শুরু করেছে তাই বিরোধীদের মাঠ করতে তৃণমূল কংগ্রেস পাল্টা ময়দানে নেমে হবিবপুর বিধানসভাকে টার্গেট করে তা নিজেদের দখলে আনতে রণকৌশল তৈরির প্রক্রিয়া শুরু করে দিল। সূত্রের খবর, মঙ্গলবার হবিবপুরে আদিবাসীদের নিয়ে তৃণমূলের পক্ষ থেকে একটি পদযাত্রা আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। আর সেখানে আদিবাসীদের সমগ্র ব্যবস্থা এবং উন্নয়নের দিকটি মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত রেখেছেন বলে দাবি করেন তৃণমূল নেতারা।

বিশেষজ্ঞদের মতে, বিগত বিধানসভা নির্বাচনে এই হবিবপুর বিধানসভা কেন্দ্র দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তাই আগামী দিনে আদিবাসীদের উন্নয়নের দিকটি তুলে ধরে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে হবিবপুর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল ফোটাতে। আর তাই এখন থেকেই আদিবাসীদের নিয়ে তৃণমূল কংগ্রেস এই হবিবপুর কেন্দ্র দখলের চেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, “তৃণমূল সরকার আদিবাসীদের অধিকার ফিরিয়ে দিয়েছে। তাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে। সেই কারণে এদিন আদিবাসীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য পদযাত্রার আয়োজন করেছেন। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আদিবাসীদের জন্য তেমন কিছুই করেনি। তাই আগামী দিনে আদিবাসীরা তৃণমূলের সঙ্গে থাকবে।”

যদিও বা তৃণমূলের এই দাবিকে মানতে নারাজ ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “আদিবাসীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। তৃণমূল সরকার মুখেই উন্নয়নের কথা বলে। আসলে গত 9 বছরে আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নে তেমন কিছুই কাজ করেনি রাজ্য সরকার। মালদহের আদিবাসী অধ্যুষিত এলাকায় বিজেপির ভোটব্যাঙ্ক অটুট রয়েছে।” তবে তৃণমূল থেকে বিজেপি, আদিবাসীদের স্বার্থ সুরক্ষিত নিয়ে যে দল যে কথাই বলুন না কেন, ভোটব্যাংকে এর কি প্রতিফলন ঘটে, কোন দিকে যায় আদিবাসী সমাজের সমর্থন, তা ভোটবাক্স খোলার পরই স্পষ্ট হয়ে যাবে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। ততদিন আদিবাসীদের নিয়ে এই দড়ি টানাটানিতে কোন রাজনৈতিক দল বেশি এগিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!