এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > একুশে বিজেপির সাফল্য নিয়ে সন্দিহান খোদ মুকুল রায়ই? দলীয় বৈঠকে তুলে দিলেন অস্বস্তিকর প্রশ্ন?

একুশে বিজেপির সাফল্য নিয়ে সন্দিহান খোদ মুকুল রায়ই? দলীয় বৈঠকে তুলে দিলেন অস্বস্তিকর প্রশ্ন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভায় বিজেপির 18 টি আসন পাওয়ার পর থেকেই মুকুল রায়ের গলায় শোনা গিয়েছিল, রাজ্যে পরিবর্তনের কথা। আগামী দিনে বিজেপিই সরকার গড়বে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু লকডাউনের সময়কাল থেকেই বিজেপির সাফল্য পাওয়া নিয়ে তেমন ভাবে কোনো দৃঢ়তার সহিত মন্তব্য করতে দেখা যায়নি বঙ্গ বিজেপির চাণক্যকে।

যার ফলে মাঝে তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এবং তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। কেন মুকুল রায় এতটা নীরব? কেন তিনি তৃণমূলের বিরুদ্ধে সেভাবে সোচ্চার হচ্ছেন না! তা নিয়ে যখন নানা মহলে জল্পনা তৈরি হচ্ছে, ঠিক তখনই বিজেপির সাফল্য নিয়ে দলের বৈঠকে কার্যত প্রশ্ন তুলে দিতে দেখা গেল সেই মুকুল রায়কে। যার ফলে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে আবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

সূত্রে খবর, বৃহস্পতিবার বিজেপির নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই সমস্ত বুথে ঠিকমত কমিটি না হওয়ায় সংশয়ের সুর শোনা যায় মুকুল রায়ের গলায়। তিনি বলেন, “আমি ভোট করাই। আগামী বিধানসভা ভোটও করাব। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, বুথ কমিটি মজবুত না হলে কোনো দল ভোটে ভালো ফল করতে পারে না। রাজ্যের প্রায় 78 হাজার বুথের সব কটিতে এখনও বিজেপির বুথ কমিটি তৈরি নেই। বাকি থাকা বুথগুলোতে কমিটি গড়ার কথা বললেই জেলা থেকে বলা হয়, হয়ে যাবে। কিন্তু বাস্তবে কাজটা হয় না। তাই দ্রুত এই কাজ শেষ করতে হবে।”

স্বভাবতই মুকুলবাবুর এই কথাতেই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে যে, বিজেপি বুথ কমিটি তৈরির ব্যাপারে বারবার জোর দিলেও, এখনও রাজ্যের সমস্ত বুথে বিজেপির শক্তিশালী কমিটি গঠন হয়নি। যার ফলে আগামী দিনে এই বুথ কমিটি তৈরি করার কাজ ঠিকমত সম্পন্ন করা না হয়, তাহলে দলের সাফল্য পাওয়া অনেকটাই অসুবিধা হয়ে যাবে বলে এদিনের বৈঠকে বুঝিয়ে দিলেন বঙ্গ বিজেপির চাণক্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, দীর্ঘদিন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড থাকা মুকুল রায় খুব ভালো ভোট রাজনীতি বোঝেন। গত লোকসভা নির্বাচনে বিজেপিকে বাংলায় সাফল্য পাওয়ার পেছনে তার মস্তিষ্কের অনেকটাই অবদান রয়েছে। তাই বিধানসভা নির্বাচনে তৃণমূলের মত শক্তিশালী দলকে যদি ক্ষমতাচ্যুত করতে হয়, তাহলে যে বুথ কমিটি গঠন করা অত্যন্ত বাধ্যতামূলক, তা নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন মুকুলবাবু বলে মত ওয়াকিবহাল মহলের।

তাহলে কি মুকুল রায় এই কথা বলে বুঝিয়ে দিলেন যে, বিজেপির সঠিক বুথ কমিটি এখনও তৈরি হয়নি! কিন্তু এর ফলে তো আদতে চাপে পড়ল বিজেপি রাজ্য নেতৃত্ব! এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমাদের 55 হাজার বুথে কমিটি তৈরি আছে। ওই কমিটিগুলো তথ্য যাচাই করেই সংখ্যাটা নথিভুক্ত করা হয়েছে। লকডাউন পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভায় আমরা 63 হাজার বুথে লিংক দিয়ে শুনিয়েছি। আরও আট হাজার বুথে আমাদের কর্মী আছে, মানতে হবে।” অর্থাৎ মুকুল রায় বুথ কমিটি ঠিক মত তৈরি নয় বললেও, দিলীপ ঘোষের কথায় সেই বুথ কমিটি অত্যন্ত শক্তিশালী বলে উঠে এসেছে। যার ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই দুই নেতার দ্বৈরথমূলক মন্তব্য এখন ভারতীয় জনতা পার্টিকে আরও অস্বস্তিতে ফেলে দিতে পারে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মুকুল রায়ের যা অনুভব শক্তি, তাতে তিনি ভোট রাজনীতির ব্যাপারে অনেকটাই ভালো বোঝেন। তাই বুথ কমিটি তৈরির কথা তার মুখ দিয়ে উঠে আসলে, বিজেপির অবিলম্বে সেই বুথ কমিটি তৈরির ব্যাপারে আরও জোর দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মুকুল রায়ের এই অনুভব শক্তিকে কতটা প্রাধান্য দেয় বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!