এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশে জুলাই নিয়ে প্রস্তুতি জোর কদমে শাসকদল তৃণমূলের ! নয়া মাত্রা দিতে অভিনব পরিকল্পনা !

একুশে জুলাই নিয়ে প্রস্তুতি জোর কদমে শাসকদল তৃণমূলের ! নয়া মাত্রা দিতে অভিনব পরিকল্পনা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করার পর এবারে একুশে জুলাই নিয়ে প্রস্তুতি জোর কদমে শুরু করেছে শাসকদল তৃণমূল । যেহেতু গত বছর করোনা পরিস্থির জন্য একুশে জুলাইকে সেভাবে পালন করতে পারেনি শাসকদল তৃণমূল কংগ্রেস তবে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার জানা যাচ্ছে যে দু’বছর পর ২১ জুলাইয়ের সমাবেশ হবে কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে কাজেই এই সমাবেশকে সফল করতে জেলা নেতৃত্বদের কাছে একাধিক নয়া নির্দেশ জারি করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব এমনটা জানা যাচ্ছে সূত্র অনুযায়ী ।

ইতিমধ্যে এ বারের সমাবেশের জন্য কর্মসূচির প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে । সুত্রের খবর এবারের সমাবেশকে সফল করতে জেলা নেতৃত্বদের কাছে একাধিক নির্দেশ জারি করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব সেই সাথে আরো জানা যাচ্ছে শীর্ষ নেতৃত্বর দেওয়া নির্দেশ মতোই জেলা থেকে শুরু করে বুথস্তরের নেতাদের মেনে চলতে বলা হয়েছে । এদিন এই প্রসঙ্গে তৃণমূলের হেভিওয়েট নেতা বলেন ”দু’বছর পর যেহেতু শহিদ দিবসের কর্মসূচি হচ্ছে, তাই কর্মিদের মধ্যে যাতে প্রস্তুতি নিয়ে কোনও ঢিলেমি না আসে, সেই কারণেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আমরা কর্মীমহল থেকে যেমন সাড়া পাচ্ছি, তাতে এই নির্দেশিকা যথেষ্ট কার্যকরী হয়েছে।”

এবারে এই সমাবেশকে নয়া মাত্রা দিতে শীর্ষ নেতৃত্বর দেওয়া নির্দেশের মাধ্যমে জানানো হয়েছে রাজ্যের প্রত্যেক ব্লকে ২১ জুলাইয়ের বর্ধিত প্রচারসভা করতে হবে। রাজ্যের প্রতিটি অঞ্চল ,ওয়ার্ডে কর্মিসভা করতে হবে সঙ্গে প্রতিটি অঞ্চল ও ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পথসভা করতে হবে।  রাজ্য কমিটির প্রেরিত সিডি অনুযায়ী ফ্লেক্স ও দেওয়াল লিখন করতে হবে তবে প্রচারে কোনও ব্যক্তির নাম দেওয়া যাবে না, নিজস্ব এলাকার সংগঠনের নাম প্রচারে লিখতে হবে এবং তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও ছবির ব্যবহার করা যাবে না। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!