এখন পড়ছেন
হোম > জাতীয় > একুশে জুলাই পর্ব মিটতেই দিল্লী উড়ে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জ্জী, সাথে মুকুল রায়, জোর চর্চা শুরু

একুশে জুলাই পর্ব মিটতেই দিল্লী উড়ে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জ্জী, সাথে মুকুল রায়, জোর চর্চা শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল একুশে জুলাই এর পর্ব মিটতেই এবার আগামী রাজ্যসভার নির্বাচন নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে তৃণমূল। প্রসঙ্গত, আগামী 9 আগস্ট রাজ্যসভার সদস্য পদে নির্বাচন হতে চলেছে।। গত 12 ই ফেব্রুয়ারি রাজ্যসভার সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছেন দীনেশ ত্রিবেদী। কার্যত সেই আসনে এবার নির্বাচনের পালা। আর সেই সূত্রে একুশে জুলাই এর কর্মসূচি মিটতেই দিল্লি উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, দিল্লিতে যেতে চলেছেন মুকুল রায়ও।

বৃহস্পতিবার দিল্লিতে উপস্থিত তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে রাজ্যসভা এবং লোকসভার সমস্ত দলীয় সাংসদরা মধ্যাহ্নভোজে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। প্রধান অতিথি হিসেবে এই মধ্যাহ্নভোজে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে যশবন্ত সিংহ এবং মুকুল রায় থাকবেন বলে জানা গিয়েছে। কার্যত মনে করা হচ্ছে, রাজ্যসভা ভোটের প্রার্থী মনোনয়ন নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। 26 শে জুলাই মনোনয়ন পর্ব শুরু হচ্ছে। তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত সাংসদদের সঙ্গে একটি বৈঠক সেরে প্রয়োজনীয় হোমওয়ার্ক সেরে নিতে চলেছেন।

পাশাপাশি এই বৈঠকে আগামী দিনে সংসদের অধিবেশনে তৃণমূলের রণনীতি কি হবে, তা নিয়েও আলোচনা বিস্তারিত আলোচনা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল সাংসদরা। এবার সেই দলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিলে যে এই আক্রমণের ঝাঁঝ আরও বাড়বে, তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে 26 শে জুলাই দুপুরে দিল্লি রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30 তারিখ পর্যন্ত তিনি সেখানে থাকবেন বলে জানা গিয়েছে। তার কর্মসূচীর মধ্যে একদিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে যোগদান করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাকি দিনগুলোতে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে খবর। পাশাপাশি গতকাল একুশে জুলাইয়ের দিল্লির মঞ্চে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বার্তা শুনতে যেভাবে হেভিওয়েট বিরোধী নেতারা উপস্থিত ছিলেন, তা নিয়ে চর্চা সর্বত্র। সেদিকে নজর দিয়ে বলা যায়, তৃণমূল নেত্রী দিল্লি এসে এবার বিরোধী নেতা নেত্রীদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন। কার্যত তৃতীয়বার নবান্ন দখলের পর এই প্রথম দিল্লি যাত্রা তৃণমূলসুপ্রীমোর।

খুব স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর এই সফর জাতীয় রাজনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠতে চলেছে। সেদিকে নজর দিয়ে বলা যায় নেত্রীর আগে তাঁর সেনাপতি অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লীর জল মাপতে আগেভাগেই দিল্লি পৌঁছালেন। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে কি কি সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকে নজর থাকবে। অন্যদিকে আগামী বেশ কিছুদিন যে জাতীয় রাজনীতি সরগরম হতে চলেছে, তা নিশ্চিতরূপে বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!