এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশে তৃণমূলকে কড়া টক্কর দিতে বঙ্গ বিজেপি ব্রিগেডে যোগ এই হেভিওয়েটের? রাহুলের কথায় জল্পনা!

একুশে তৃণমূলকে কড়া টক্কর দিতে বঙ্গ বিজেপি ব্রিগেডে যোগ এই হেভিওয়েটের? রাহুলের কথায় জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি অনেকদিন থেকেই। পশ্চিমবাংলায় গেরুয়া শিবিরের রমরমা শুরু হয়েছে 2019 এর লোকসভা নির্বাচনের পর। রাজনৈতিক মঞ্চের একদম সামনের সারিতেই চলে আসে তাঁরা। আর এবার একুশের বিধানসভা নির্বাচনী লড়াইতে তৃণমূলকে টক্কর দিতে রীতিমতো আঁটঘাট বেঁধে ময়দানে নামছে গেরুয়া শিবির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দলবদলের হাত ধরে বিজেপিতে ইতিমধ্যে প্রবেশ করেছেন অনেক হেভিওয়েট নেতা-নেত্রী।

কিন্তু এবার বিজেপি শিবিরে আরেকজন হেভিওয়েট নেতাকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর এ ব্যাপারে আলোকপাত করেছেন বিজেপির সাধারণ সম্পাদক রাহুল সিনহা। রাজ্য বিজেপিতে অনেকেই মুখ্য ভূমিকা গ্রহণ করছেন। যার মধ্যে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, স্বপন দাশগুপ্তের মতন ব্যক্তিত্বরা। কিন্তু এবার যাঁর নাম গেরুয়া শিবিরে ঘুরপাক খাচ্ছে, তিনি হলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। মেঘালয়ের রাজ্যপাল হলেও তথাগত রায় দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে জড়িত।

এক সময় তিনি রাজ্য বিজেপির সভাপতি হিসেবেও কাজ করেছেন। সম্প্রতি তথাগত রায় বাংলায় বিজেপির ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে জানান, বাংলায় গোমূত্র পান কিংবা গরুর দুধে সোনা আছে জাতীয় কথা বলে কোন লাভ হবে না। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে বর্তমান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গোমূত্র খেলে করোনা হবেনা এবং গরুর দুধে সোনা আছে জাতীয় বিতর্কিত মন্তব্য করেন। এই নিয়ে সে সময় প্রচুর রাজনৈতিক জলঘোলা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের মন্তব্য যে দিলীপ ঘোষকে কটাক্ষ করেই বলা সে সম্পর্কে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি দলের বর্তমান অবস্থা নিয়েও তথাগত রায় মন্তব্য করেছেন। তাঁর মতে, এই মুহূর্তে দলের কিছু কাজ যুক্তি সহকারে মেনে নেওয়া যাচ্ছেনা। দল সঠিক পথে চলছেনা। ইতিমধ্যেই তথাগত রায়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক সমালোচনা। তবে এখনো পর্যন্ত তথাগত রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবর।

বিশেষজ্ঞদের মতে, তথাগত রায় একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। মেঘালয়ের রাজ্যপাল হয়েও তিনি যেভাবে বাংলায় গেরুয়া শিবিরকে নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন, তা কিন্তু বিতর্কের সূত্রপাত করছে। তবে তথাগত রায়ের মন্তব্যকে লক্ষ্য রেখে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছেন, তাহলে কি এবার তথাগত রায় সক্রিয়ভাবে বিজেপি রাজনীতিতে অংশগ্রহণ করতে চলেছেন? একই প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরেও। তবে জানা যাচ্ছে, মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় একুশের বিধানসভা নির্বাচনের আগে আবার বিজেপির সক্রিয় রাজনীতিতে যদি অংশগ্রহণ করতে চান, তাহলে দল তাঁকে স্বাগত জানাতে তৈরি।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে তথাগত রায়কে যদি আবার সক্রিয় রাজনীতিতে হাজির করাতে পারে গেরুয়া শিবির, সেক্ষেত্রে তৃণমূল একজন কড়া প্রতিপক্ষের সামনে পড়তে চলেছে। যদিও এখনও তথাগত রায় নিজে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করা নিয়ে কোন মন্তব্য করেননি। তবে রাহুল সিনহার দৃষ্টি অনুসরণ করে বলাই যায়, গেরুয়া শিবিরে যদি আবার সক্রিয়ভাবে তথাগত রায় ফিরে আসেন, তাহলে দলের ক্ষেত্রে যে সার্বিক উন্নতি হবে, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!