এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগে ‘কৃষক বন্ধু’ মমতার উড়তে চলেছে ঘুম? বিজেপির নতুন পরিকল্পনায় প্রবল চিন্তায় ঘাসফুল?

ভোটের আগে ‘কৃষক বন্ধু’ মমতার উড়তে চলেছে ঘুম? বিজেপির নতুন পরিকল্পনায় প্রবল চিন্তায় ঘাসফুল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লির কৃষক আন্দোলনের ছোঁয়া লেগেছে এ রাজ্যেও। দিল্লি হরিয়ানা সীমানায় দীর্ঘদিন যাবত কৃষকেরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় করে চলেছেন লাগাতার অবস্থান বিক্ষোভ। সমস্ত রকম প্রতিকূলতাকে সঙ্গী করেই এই বিক্ষোভ চলছে। অন্যদিকে, কৃষকদের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পাশাপাশি দেশের বিরোধী শক্তিগুলিও এবার কৃষকদের পাশে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক আন্দোলনের পাশে দাঁড়াতে তাঁর প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন।

সেখান থেকেই প্রতিনিধদের মাধ্যমে তিনি কৃষক আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রের কৃষি আন্দোলন যে রাজ্যের ওপরেও প্রভাব ফেলবে সেকথা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভোটের মরসুমে কৃষকদের কাছে টানতে ইতিমধ্যেই বড়োসড়ো কর্মসূচি নিয়েছে আরএসএস এবং বিজেপি। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন বর্ধমান জেলায়। সেখানেই নতুন কৃষি আইন নিয়ে তিনি কৃষক প্রতিনিধিদলের সঙ্গে কথা বলবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এরপর থেকেই শুরু হবে গেরুয়া শিবিরের কৃষক সুরক্ষা অভিযান। কেন্দ্রীয় কৃষি নীতির সুফল সম্পর্কে বোঝানো হবে কৃষকদের। পাশাপাশি দেশের প্রায় 50 হাজার কৃষককে দেওয়া হবে কৃষক সুরক্ষা কার্ড। সূত্রের খবর, গতকাল আমেদাবাদে আরএসএসের চিন্তন শিবির শেষ হয়েছে আর সেখানেই জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ওই আলোচনাচক্রে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর, আরএসএসের কৃষক সংগঠন ভারতীয় কিষাণ সংঘ বাংলাসহ গোটা দেশের 50000 গ্রামে প্রজাতন্ত্র দিবসের দিন থেকে জনজাগরণ কর্মসূচি চালাবে।

এ প্রসঙ্গে ভারতীয় কিষাণ সংঘের সাধারণ সম্পাদক বদ্রীনারায়ণ চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন তাঁরা কোনমতেই প্রত্যাহার চাইছেন না। শুধুমাত্র আইনের সাথে চারটি সংশোধনী চাইছেন। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আলাদা করে রাজ্য নিয়ে সমীক্ষা চালিয়েছে বিজেপি। জানা গিয়েছে, বাংলাতেও কৃষক মহলে অভিযান চালাবে বিজেপি। বোঝানো হবে কৃষকদের পাশে রয়েছে গেরুয়া শিবির। ক্ষমতায় এলে কৃষকদের সব সমস্যার সমাধান করা হবে।

সেক্ষেত্রে এ রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকার বর্তমানে চূড়ান্ত অস্বস্তির মুখে কৃষক আন্দোলনের কারণে। তিনটি কৃষি আইন কার্যত তাঁদের কোণঠাসা করে দিয়েছে। অন্যদিকে রাজ্যে আসছে বিধানসভা নির্বাচন। তাই আগেভাগেই কৃষকদের মন পেতে উঠে-পড়ে লেগেছে রাজ্যের গেরুয়া শিবির। তবে কেন্দ্রের কৃষি আইন কার্যত সারা দেশের কৃষকদের কাছেই ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব দেখার একুশের মসনদ দখল করতে বাংলার কৃষকদের মন জয় করতে পারে কিনা গেরুয়া শিবির!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!