এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের আগে ঘর গোছাচ্ছেন দিলীপ ঘোষ! তাঁর হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন প্রভাবশালী নেত্রী

একুশের আগে ঘর গোছাচ্ছেন দিলীপ ঘোষ! তাঁর হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন প্রভাবশালী নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনের আগে এখন দলবদল বাংলার রাজনীতির অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কোন রাজনৈতিক দল সবথেকে বেশি বিরোধীদলের ঘর ভাঙতে পারে, তা নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিজেপির ঘর ভাঙ্গাতে বর্তমানে উদ্যোগী হয়েছে। আর তারই মাঝে এবার ময়দানে নেমে তৃণমূলের ঘর ভাঙতে তৎপর হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন বাগুইহাটির অর্জুনপুরে চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান রাজারহাট গোপালপুর পৌরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার মৌসুমী সাহা। আর এই ঘটনাতেই তৃণমূল কংগ্রেস চরম চাপে পড়ল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এদিনই যোগদান পর্বের পর দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। রাজ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে প্রভাব ফেলবে। প্রতিটি রাজনৈতিক দল একে অপরের ঘর ভাঙতে চাইছে। আর সেই সময় যেভাবে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার তথা হেভিওয়েট নেত্রীকে বিজেপি রাজ্য সভাপতি নিজেদের দলে যোগদান করেন, তাতে নিঃসন্দেহে শাসকদল চাপে পড়বে।

কেননা এখন প্রশান্ত কিশোর চেষ্টা করছে, বিরোধীদের ঘর ভেঙে হেভিওয়েট নেতা নেত্রীদের নিজেদের দিকে আনতে। এমনকি একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বার্তা দিয়েছেন, যারা বিরোধী দলে আছেন, তারা যদি চান, তাহলে তৃণমূলে যোগ দিতে পারেন।

আর তারপর থেকেই তৃণমূল দলবদলের ওপর গুরুত্ব দিতে শুরু করেছে। আর এমত পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে হেভিওয়েট নেত্রীর পদ্ম শিবিরে যোগদান বঙ্গ রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!