এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশের আগে নেতাদের বেফাঁস মন্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট আটকাতে এবার বড়সড় পদক্ষেপ তৃণমূলের

একুশের আগে নেতাদের বেফাঁস মন্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট আটকাতে এবার বড়সড় পদক্ষেপ তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে এবার সাংগঠনিক শৃঙ্খলার ওপর সবথেকে বেশি জোর দিয়েছে তৃনমূল কংগ্রেস। বিভিন্ন সময় দেখা গেছে, তৃনমূলের নানা নেতাদের মুখ থেকে বেফাঁস মন্তব্য বেরিয়ে গেছে। যার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে দল তৃণমূল কংগ্রেসকে। তাই এমতাবস্থায় এবার দলীয় স্তরে শৃঙ্খলাকে জোরদার করতে দলীয় মুখপাত্র নিয়োগ করার উদ্যোগ নিল শাসকদল।

জানা গেছে, ইতিমধ্যেই মালদহ জেলায় দুই থেকে তিনজন দলীয় মুখপাত্র করার কথা ভাবা হয়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে দলের শৃঙ্খলাকে মজবুত করে মানুষের কাছে দল সম্পর্কে স্পষ্ট বার্তা দিতেই এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, মালদহ জেলা তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরে গোষ্ঠী কোন্দল চরম পর্যায়ে রয়েছে। জেলায় এসে বারবার সেই দ্বন্দ্ব বন্ধ করতে বারবার নেতাকর্মীদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি। অনেক ক্ষেত্রে বিভিন্ন নেতাকর্মীরা এমন সব মন্তব্য প্রকাশ্যে করেছেন, যার ফলে অস্বস্তিতে পড়েছে দল। তাই বিধানসভা নির্বাচনের আগে এবার শৃংখলাবদ্ধ হতে মুখপাত্র নিয়োগ করে যেনতেন প্রকারে কোনো নেতা যাতে বিভ্রান্তিকর বক্তব্য না প্রেরণ করেন, তার জন্যই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কারা কারা মুখপাত্র হওয়ার যোগ্য, সেই ব্যাপারে কয়েকটি নাম উঠে আসতে শুরু করেছে। তবে প্রশান্ত কিশোরের টিম সেই সমস্ত বিষয়ের ওপর সমীক্ষা করেই রাজ্যে রিপোর্ট পাঠিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যাচ্ছে।

একদিকে ভালো বক্তা এবং অন্যদিকে স্বচ্ছ ভাবমূর্তির লোকেদেরই যে এবার দলীয়স্তরে জেলায় মুখপাত্র করতে চলেছে তৃণমূল কংগ্রেস, এই বিষয়টি স্পষ্ট সকলের কাছে। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “মুখপাত্র নিয়োগ করার বিষয়টি আমার কানেও এসেছে। মুখপাত্র নিয়োগ করলে নিশ্চয়ই তার পেছনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে। মুখপাত্ররা যদি দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার সাপেক্ষে সংবাদমাধ্যমে বা অন্যান্য ফোরামে মুখ খোলেন, তাহলে বিভ্রান্তি এড়ানো সহজ হবে।” সব মিলিয়ে এবার বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ্যে করা থেকে সকলকে বিরত রাখতে মালদহ জেলায় মুখপাত্র নিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে জেলা তৃণমূলের মুখপাত্র পদে কারা কারা বসেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!