এখন পড়ছেন
হোম > জাতীয় > একুশের আগেই বড়সড় জয় গেরুয়া শিবিরের ঝুলিতে, আত্মবিশ্বাস তুঙ্গে বিজেপির

একুশের আগেই বড়সড় জয় গেরুয়া শিবিরের ঝুলিতে, আত্মবিশ্বাস তুঙ্গে বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে যতই কৃষি আন্দোলন নিয়ে তোলপাড় হোক না কেন, এবং যতই গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিরোধীরা আক্রমণ চালাক না কেন, আসল জায়গায় কিন্তু বিজেপি ঠিকই বাজি মেরে চলে যাচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, দেশজুড়ে বর্তমানে প্রবলভাবে বইছে বিজেপি বিরোধী হাওয়া। কিন্তু এই বিজেপি বিরোধিতার মধ্যেও গুজরাটের দুটি রাজ্যসভার আসনে ব্যাপকভাবে জয়লাভ করলো আজকে বিজেপি।

গুজরাট রাজ্যসভার একটি আসন ফাঁকা হয়েছিল প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মৃত্যুতে এবং অন্যটি বিজেপি নেতা অভয় ভরদ্বাজের মৃত্যুতে। জানা গিয়েছে, দুটি আসনেই দুজন ডামি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়। ফলস্বরূপ, গুজরাট থেকে বিজেপির প্রার্থী রাম মোকারিয়া এবং দীনেশ আনাদাদিয়া প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার সিবি পান্ডে জানিয়েছেন। শনিবার দুজন প্রার্থী রজনীকান্ত প্যাটেল এবং কিরীট সোলাঙ্কি তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, দুটি আসনের জন্য উপনির্বাচন পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। 182 জন সদস্যের গুজরাট বিধানসভায় 65 জন কংগ্রেস বিধায়ক থাকার কারণে কংগ্রেসের জয়ী হবার সম্ভাবনা ছিলনা বললেই চলে। আগেভাগেই হারের আশংকায় তাঁরা এই নির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয়। যথারীতি কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের আসনটি কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল আজ। অন্যদিকে বিজেপির 111 জন বিধায়ক রয়েছে গুজরাট বিধানসভায়।

সুতরাং খুব সহজেই জয় আসে গেরুয়া শিবিরের প্রার্থীদের কাছে। তবে এই নির্বাচন কংগ্রেস শিবিরের কাছে কিন্তু যথেষ্ট অস্বস্তির বলে মনে করা হচ্ছে। কারণ, আহমেদ প্যাটেল কংগ্রেস শিবিরের অন্যতম হেভিওয়েট নেতা ছিলেন। পাশাপাশি রাজ্যসভার সাংসদ হিসেবেও তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন। তাই এই আসনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যাওয়ার বিরোধী শিবির হিসেবে কংগ্রেস কিন্তু যথেষ্ট পিছিয়ে পড়ল বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!