এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > একুশের বিধানসভার কঠিন লড়াইয়ে মানুষের মন বুঝতে একাই এলাকায় ঘুরবেন হেভিওয়েট তৃণমূল মন্ত্রী!

একুশের বিধানসভার কঠিন লড়াইয়ে মানুষের মন বুঝতে একাই এলাকায় ঘুরবেন হেভিওয়েট তৃণমূল মন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে এখন জনতার আরও কাছাকাছি যেতে উদ্যোগী হয়েছে শাসক দলের নেতারা। বিভিন্ন জায়গায় জনমুখী কর্মসূচির মধ্য দিয়ে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। আর তাই বিধানসভা নির্বাচনের আগে এবার শহরের মানুষের মন বুঝতে একাই ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরার সিদ্ধান্ত নিলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়।

সূত্রের খবর, শনিবার বিকেলে প্রতিটি ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং নেতাদের নিয়ে একটি বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী। আর সেখানেই যে সমস্ত ওয়ার্ডে 60 জনের কমিটি গঠনের প্রক্রিয়া এখনও পর্যন্ত শেষ হয়নি, তা যাতে দ্রুত শেষ করা হয়, তার নির্দেশ দেন তিনি। পাশাপাশি এখন থেকেই বিভিন্ন ওয়ার্ডে মানুষের মন বুঝতে তিনি একাই এলাকায় এলাকায় ঘুরবেন বলেও জানিয়ে দেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক।

একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে রামপুরহাটের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে মন্ত্রী আশিস বন্দোপাধ্যায় নিজের ভাবমূর্তি চাঙ্গা করার চেষ্টা করছেন। অর্থাৎ এখন থেকেই মানুষের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে দল তৃণমূল কংগ্রেস বা ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখে নিয়ে গোটা ব্যাপারটির সমাধান করতে চাইছেন রাজ্যের কৃষিমন্ত্রী।

এদিকে এদিনের বৈঠকে যুব সংগঠনকে আরও শক্তিশালী করতে তিন যুবনেতাকে বিশেষ দায়িত্ব দেন রাজ্যের কৃষিমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলেছেন, বিগত লোকসভা নির্বাচনে রামপুরহাট পৌরসভায় তৃণমূলের ফলাফল খুব একটা ভাল হয়নি। 18 টি ওয়ার্ডের মধ্যে 15 টি ওয়ার্ডে এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি গোটা শহরে প্রায় সাড়ে 9 হাজারের বেশি ভোটে বিজেপির থেকে পিছিয়ে যায় শাসকদল। তাই এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে যাতে এরকম ফলাফল না হয়, তার জন্য আশিস বন্দোপাধ্যায় এবার নিজে থেকেই ওয়ার্ড পরিদর্শনে বেরিয়ে পড়লেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায় বলেন, “শহরের নেতারা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা বা কোনো ক্ষোভ রয়েছে কিনা, তা জানা হবে। এতে পক্ষপাতহীনভাবে আমাদের কাছে রিপোর্ট উঠে আসবে। ওয়ার্ড ভিত্তিক যুবদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করবেন যুবনেতারা। সেই সঙ্গে পুরনো যুবকর্মী যারা অভিমান করে সরে গিয়েছেন বা অন্য দলে নাম লিখিয়েছেন, তাদের দলে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে।”

সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে এবার রামপুরহাট পৌরসভার প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে এখন থেকেই জয়ের রণকৌশল তৈরি করে নিতে চাইছেন আশিস বন্দোপাধ্যায়। তবে তার এই মানুষের সঙ্গে জনসংযোগ ভোটবাক্সে কি প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!