এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশের “বিজয় মিছিলে” হাড় হিম করা মৃত্যুর হুমকি অনুব্রত মণ্ডলকে! তোলপাড় রাজ্য- রাজনীতি!

একুশের “বিজয় মিছিলে” হাড় হিম করা মৃত্যুর হুমকি অনুব্রত মণ্ডলকে! তোলপাড় রাজ্য- রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বীরভূম জেলার রাজনীতিতে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কার্যত শেষ কথা বলেন। বিভিন্ন নির্বাচনে কখনও নকুলদানা, আবার কখনও বা গুড় বাতাসা দিয়ে রাজ্য রাজনীতিকে কার্যত জমজমাট করে তোলেন তিনি। সেদিক থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বারবার সন্ত্রাসের অভিযোগ করতে দেখা যায় বিরোধীদের। এমনকি অনুব্রতবাবুর নেতৃত্বে বীরভূম সন্ত্রাসের আঁতুড়ঘর হয়েছে বলেও সরব হন বিরোধীদলের সমস্ত নেতা নেত্রীরা। কিন্তু এবার সেই অনুব্রত মণ্ডলের গড়ে বিজেপি কর্মসূচি করতে গিয়ে যেভাবে অনুব্রতবাবুকে হুঁশিয়ারি দিলেন, তাতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বীরভূমে।

বস্তুত, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির তরফ থেকে “গণতন্ত্র বাঁচাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়। যার অঙ্গ হিসেবে রামপুরহাটে বিজেপির তরফ থেকে এই ব্যাপারে একটি ধর্না মঞ্চ করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতির শ্যামাপদ মন্ডল, জেলা কমিটির সম্পাদিকা শ্রাবন্তী ব্যানার্জি, বিজেপি যুব মোর্চার বীরভূম জেলার সভাপতি শান্তনু মন্ডল, রামপুরহাটের মহিলা মোর্চা সভানেত্রী রশ্মি দে সহ প্রচুর নেতাকর্মীরা। আর সেখানেই বীরভূম জেলা বিজেপির জেলা কমিটির সদস্য মানস বন্দ্যোপাধ্যায় রীতিমত অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দেন। যেখানে তিনি বলেন, “একুশে বিজেপির বিজয় মিছিলের চায়না ট্রলিতে করে অনুব্রত মণ্ডলকে বেঁধে নিয়ে যাওয়া হবে। সেদিন এই অনুব্রত মণ্ডল বুঝতে পারবেন, কাকে বলে মৃত্যু ভয়।” আর বিরোধী নেতার মুখ থেকে এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই এখন বীরভূম জেলা রাজনীতিতে ছড়িয়ে পড়েছে গুঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, যে অনুব্রত মণ্ডল সকলকে হুমকি, হুঁশিয়ারি দিয়ে তটস্থ করে রাখেন, এবার বীরভূম জেলায় সেই অনুব্রত মণ্ডলকে এইভাবে হুঁশিয়ারি দিয়ে কার্যত রাজনৈতিক চাঞ্চল্য বাড়িয়ে দিলেন বিজেপি নেতা মানস বন্দ্যোপাধ্যায়। তবে অপর অংশ বলছেন, অনুব্রত মণ্ডল নানা সময় নানা মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন, একথা সত্য। কিন্তু তাকে আক্রমণ করতে গিয়ে যেভাবে প্রতিহিংসাপরায়ণ বক্তব্য শোনা গেল বিজেপি নেতার গলায়, তাতে বিজেপি ক্ষমতায় এলে কি করবে, তা বোঝাই যাচ্ছে বলে পাল্টা দাবি করছে শাসক দলের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, এভাবে বিজেপি এখন থেকেই মানুষকে প্ররোচিত করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।

বিশেষজ্ঞদের মতে, রাজনীতিতে বিতর্ক থাকবে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি বিরোধী দলের নেতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিন্দুমাত্র সচেতনতা পালন না করেন এবং প্রতিহিংসার সুর শোনান, তাহলে মানুষ কোন রাজনৈতিক দলের উপর ভরসা রাখবে, তা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন বঙ্গ রাজনীতিতে যেভাবে রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে এবার অনুব্রত মণ্ডলকে মৃত্যুভয় দেখানোর কথা বললেন বিজেপি নেতা, তাতে বীরভূম জেলা রাজনীতিতে তৃণমূল-বিজেপির দ্বৈরথ চরমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!