এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের মহাযুদ্ধে বিজেপির প্রধান সেনাপতির নাম মুকুল রায়ই! বিজেপি সাংসদের বড়সড় দাবিতে ঝড়!

একুশের মহাযুদ্ধে বিজেপির প্রধান সেনাপতির নাম মুকুল রায়ই! বিজেপি সাংসদের বড়সড় দাবিতে ঝড়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঢাকের কাঠিটি পরেই গেছে। আগামী নির্বাচনের লক্ষে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিজেপিও নিজের দল, সংগঠন মজবুত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে। কিন্তু এরমধ্যেই বেশ কিছুদিন ধরে মিডিয়ার পর্দায় ভেসে আসছিল রাজ্য বিজেপির অন্তর্দন্দ ও অন্তর্কলহের ছবি। সংবাদসূত্রের অভিমত ছিল রাজ্য বিজেপি ক্রমশ মুকুল যায় ও দিলীপ ঘোষ, এই দুই সমান্তরাল শিবিরে বিভক্ত হয়ে পড়ছে। দলের বিরুদ্ধে ওঠা এই সব নানা প্রশ্নের উত্তরে শেষপর্যন্ত মুখ খুললেন রানাঘাট অঞ্চলের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার।

সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জগন্নাথ বাবু বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর অনুগামীদের নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের যথোচিত জবাব দিলেন। বিজেপি নেতা মুকুল রায় সম্পর্কে জগন্নাথ বাবুর অভিমত, “মুকুল রায় একজন বড়মাপের নেতা। তাঁকে অনুমান করা এত সহজ নয়। তাই মনগড়া গল্প তৈরি করছে মিডিয়া। মুকুল রায় যেমন বিজেপিতে রয়েছেন, তেমনই থাকবেন। তিনি বিজেপির হয়ে পরিকল্পনা তৈরি করছেন। আসন্ন নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

জগন্নাথ বাবুর উদেশ্যে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি দলের সাম্প্রতিক পরিস্তিতি সম্পর্কে তিনি বলেছেন, “আমরা আদর্শ নিয়ে দল করি। আমাদের দলে শুধু একটা খুঁটি্ নয়, অনেকে রয়েছেন। তাই মতপার্থক্য থাকতেই পারে। এছাড়া কোনও কোন্দল নেই আমাদের দলে। মুকুল রায়ই আসন্ন বিধানসভা লড়াইয়ে আমাদের সেনাপতি। তাঁর হাতেই তৃণমূল সৃষ্টি হয়েছিল, আর তাঁর হাতেই ধ্বংস হবে তৃণমূল।” জগন্নাথ বাবুর দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে শাসকদল তৃণমূল কুপোকাত হবে, পরিবর্তে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “বাংলায় আমরা ২০০-র মতো আসন পাবো। এটা নিশ্চিত যে, ২০০-র আশেপাশে থাকবে বিজেপির আসন। বিজেপি ক্ষমতায় আসছে তা একপ্রকার পরিষ্কার হয়েই গিয়েছে। এখন আসন সংখ্যা কত বাড়ে সেটাই দেখার। বাংলার মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, তাতে বিজেপির প্রাপ্ত আসন ২০০-র বেশি হলেও আমরা অবাক হব না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি আগামী বিধানসভা নির্বাচনের রূপরেখা নির্মাণে কিছুদিন আগে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতাদের মধ্যে একটি সাতদিনের একটি লাগাতার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য ফলাফল বিষয়ে একটি রিপোর্ট পেশ করেছিলেন। এই রিপোর্টে দিলীপ ঘোষ দাবি করেছিলেন যে, বাংলার শাসনক্ষমতায় বিজেপির আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি দাবি করেছিলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি অন্ততপক্ষে ১৯০ টি আসন পাবে। ফলে বাংলার শাসনক্ষমতা থেকে বর্তমানের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিদায় একপ্রকার নিশ্চিত বলেই তাঁর দাবি। দিলীপ ঘোষের এই দাবির বিরোধিতা করেছিলেন মুকুল রায়। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, বিজেপির বাংলা দখলের বিষয়টি দিলীপ বাবু যতোটা সরল বলে মনে করছেন, কার্যত বিষয়টি ততটা সহজ নয়। মুকুল রায়ের এই বক্তব্যের পরই শুরু হয় উভয়ের মধ্যে মত পার্থক্য।

এ প্রসঙ্গে রানাঘাটের সাংসদ জগন্নাথ বাবুও আগামী নির্বাচনে বিজেপির ফলাফল সম্পর্কে দিলীপ ঘোষের বক্তব্যকেই সমর্থন করেছেন। এ ব্যাপারে তিনি জানিয়েছেন যে, আগামী নির্বাচনে বিজেপি ২০০ এর কাছাকাছি আসন লাভ করবে। তবে এ প্রসঙ্গে মুকুল রায়ের মতপার্থ্যকে তিনি বিশেষ একটা গুরুত্ব দিতে নারাজ। এ বিষয়ে তিনি স্পষ্টভাষায় জানিয়েছেন যে, দলে মতভেদ থাকতেই পারে এবং দলের গঠনগত আলোচনার ক্ষেত্রে দ্বিমত আসতেই পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!