এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশে জুলাই তৃণমূলের ব্রিগেড সমাবেশ? বাড়ছে জল্পনা!

একুশে জুলাই তৃণমূলের ব্রিগেড সমাবেশ? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির সঙ্গে এবার সেয়ানে সেয়ানে টক্কর ছিল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল আদৌ রাজ্যের ক্ষমতা দখল করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় ছিলেন দলের অনেক নিচুতলার নেতা-কর্মীরা। কিন্তু শেষ পর্যন্ত বিজেপির দুশো আসনের টার্গেটকে কার্যত ধুলিস্যাৎ করে দিয়ে 214 টি আসন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। একদিকে বিজেপির চ্যালেঞ্জের মুখে পড়ে এতবড় জয় এবং অন্যদিকে এরপরে ভয়াবহ করোনা পরিস্থিতি, এই দুইকে মাথায় রেখে কোনো রকম বিজয় উৎসব করতে বারণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানিয়ে দিয়েছেন, এখন তার প্রধান কাজ করোনা পরিস্থিতি সামাল দেওয়া। আর সেই পরিস্থিতি কাটিয়ে উঠলে তিনি পরবর্তীতে ব্রিগেডে বিজয় সমাবেশ করবেন। তবে কবে হতে পারে তৃণমূলের ব্রিগেড সমাবেশ? একাংশ বলছেন, করোনা পরিস্থিতির উন্নতি যদি হয়, তাহলে ব্রিগেড সমাবেশের জন্য একুশে জুলাইকে বেছে নিতে পারে তৃণমূল কংগ্রেস।

এমনিতেই গত বছর করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কারণে একুশে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠান ভার্চুয়ালের মাধ্যমে সারতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তবে এবারে করোনা পরিস্থিতি যখন আবার মাথাচাড়া দিয়েছে, তখন বিজয় উৎসব করছে না তৃণমূল কংগ্রেস। তাই সেই 21 জুলাই শহীদ দিবসের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড সমাবেশে বিজয় উৎসব করতে পারেন বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই বিপুল আসনে জয়লাভের পর দেশের অন্যান্য রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, “সকলকে আমি ধন্যবাদ জানিয়েছি। বলেছি, আমরা একসঙ্গে কাজ করব।” আর তারপরই করোনা পরিস্থিতি সামাল দেওয়া হলে তিনি ব্রিগেডে বিজয় সমাবেশ করবেন বলে জানিয়ে দেন। আর সেখানেই দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক নেতা-নেত্রীদের যে আমন্ত্রণ জানানো হবে, সেটাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, অতীতে 2019 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেই বছরের 19 শে জানুয়ারি ব্রিগেডে বিরোধী জোটকে নিয়ে একটি সমাবেশ করেছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু বিরোধী জোট তখন শক্তিশালী থাকলেও ফলাফল খুব একটা ভালো হয়নি। তবে এবার বাংলায় তৃতীয়বার বিজেপিকে কুপোকাত করে রাজ্যে ক্ষমতায় আসা বড় চ্যালেঞ্জ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর সেই চ্যালেঞ্জে সহজেই তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই করোনা পরিস্থিতির কারণে বিজয় উৎসব না করতে পারার জন্য তৃণমূল নেতাকর্মীদের মনে কিছুটা হলেও হতাশা তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলেই ব্রিগেডে বিজয় সমাবেশ হবে বলে জানিয়ে দিয়েছেন তৃনমূল সুপ্রিমো।

পর্যবেক্ষকরা বলছেন, বিজেপির বিরুদ্ধে এবারের লড়াই খুব একটা সহজ ছিল না তৃণমূল কংগ্রেসের কাছে। এক লহমায় তৃণমূল কংগ্রেস যেভাবে 200 আসন পার করে দিয়েছে, তা কল্পনা করতে পারেননি স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু নির্বাচনী প্রচারে তিনি বারবার দাবি করেছিলেন, তার দল 200 আসন পার করবে। তবে এবারের নির্বাচনী ফলাফল নিয়ে যে তৃণমূলের উপরতলা থেকে শুরু করে নিচুতলার নেতা থেকে শুরু করে কর্মীরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।

তবে বিপুল ভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর বিজয় উৎসবের জন্য মুখিয়ে ছিলেন সকলে। তবে বাধ সাধল করোনা পরিস্থিতি। তাই এবার কর্মী-সমর্থকদের সকলকে খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী করোনা পরিস্থিতি কেটে গেলে আগামী একুশে জুলাই তৃণমূলের এবারের নির্বাচনে বিজয় উৎসব ব্রিগেডে হতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!