এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > একুশের কঠিন নির্বাচনে তৃণমূলে প্রার্থী বদলের গুঞ্জনের মাঝেই বড়সড় ঘোষণা হেভিওয়েট বিধায়কের

একুশের কঠিন নির্বাচনে তৃণমূলে প্রার্থী বদলের গুঞ্জনের মাঝেই বড়সড় ঘোষণা হেভিওয়েট বিধায়কের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কারা কারা হবেন, তার দিকে এখন লক্ষণীয় বিষয় রয়েছে গোটা রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, দলের যারা বর্তমান বিধায়ক, তারা আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন। কিন্তু তা স্বত্বেও প্রশান্ত কিশোরের সুপারিশের ওপর ভিত্তি করে আগামী দিনে অনেক জায়গায় প্রার্থী বদল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক উদয়ন গুহের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে জল্পনা ছড়িয়ে পড়ল।

সূত্রের খবর, বুধবার একটি ফেসবুক পোস্টে উদাহরণ গুহ লেখেন, “দিনহাটার প্রতি ভালোবাসার জন্য রাজনীতিতে আসা। তাই দিনহাটা ছাড়া কোথাও না।” কিন্তু তিনি হঠাৎ করে কেন এই ধরনের কথা বললেন! তাহলে কি তার কাছে খবর রয়েছে যে, তাকে দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী নাও করা হতে পারে! আর তাই দিনহাটা ছাড়া তিনি অন্য কোথাও যাবেন না বলে দলকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন এই তৃণমূল বিধায়ক! এখন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

প্রসঙ্গত উল্লেখ্য, এই দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। দলের এক প্রাক্তন ব্লক সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সঙ্গে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর তীব্র বিরোধ রয়েছে। এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে গ্রেটার একটি বড় ফ্যাক্টর। সেদিক থেকে এখানকার গ্রেটার নেতা বংশীবদন বর্মা এবার প্রার্থী হতে চেয়ে তৃণমূল নেত্রীকে আবেদন করেছেন বলে খবর।

আর যদি তিনি প্রার্থী হন, তাহলে উদয়ন গুহর কী হবে, তা নিয়ে জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী। তাই এই পরিস্থিতিতে “দিনহাটা ছাড়া অন্য কোথাও নয়” বলে ফেসবুক পোস্ট করে আগামী দিনে যাতে তাকে দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়, তার পক্ষে সওয়াল করলেন এই তৃণমূল বিধায়ক বলে দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন তিনি এই রকম পোস্ট করলেন? তাহলে কি তার কাছে খবর রয়েছে যে, তাকে দিনহাটায় প্রার্থী করা হবে না! তাই দিনহাটাতেই যাতে তাকে প্রার্থী করা হয়, তার জন্যই কি দলকে এইরকম পোস্টের মাধ্যমে বার্তা দিতে চাইলেন তিনি? এদিন এই ব্যাপারে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “টিকিটের বিষয়ে দলের কারও সঙ্গে কোনো কথা হয়নি। দিনহাটার মানুষকে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আমার এই পোস্ট করা।”

এদিকে এই ব্যাপারে গ্রেটার নেতা বংশী বদন বর্মা বলেন, “কে কোথায় কি বলেছে জানি না। আমি যদি ভোটে দাঁড়াই, তবে আমি যেখানকার ভোটার, সেখান থেকেই দাঁড়াব।” অর্থাৎ বংশীবদনবাবু নিজের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করে দিলেন যে, তিনি দিনহাটা বিধানসভা কেন্দ্রে দাঁড়াতে ইচ্ছুক। আর যদি এই দুজনের মধ্যে একজনকে তৃণমূল নেতৃত্ব প্রার্থী হিসেবে বেছে নেয়, তাহলে অপরজন ব্যাপক ক্ষিপ্ত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হবে, তা নিয়ে পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসেন, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!