এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশের লক্ষ্যে অনুব্রত! প্রতি বাড়ির ‘দায়িত্ব’ নিতে এখন থেকেই ময়দানে নামালেন স্পেশ্যাল টীম!

একুশের লক্ষ্যে অনুব্রত! প্রতি বাড়ির ‘দায়িত্ব’ নিতে এখন থেকেই ময়দানে নামালেন স্পেশ্যাল টীম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিম বাংলায় আগামী বছরের বিধানসভা ভোটের পদধ্বনি এখনই স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু রাজ্যে করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ রাজ্যে এখনো নিষিদ্ধ। তাই কোনো বড় মাপের জনসভা বা মিছিল করতে পারছে না রাজ্যের কোন রাজনৈতিক দলই। তবু এই অবস্থার মধ্যেও আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে শুরু করে দিয়েছে আর সেইসঙ্গেই বাড়াতে চলেছে জনসংযোগ। জনসংযোগের মাধ্যমে আগামী ভোটে বাজিমাত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসে জন সংযোগ বৃদ্ধির কাজ শুরু করে দিয়েছে। বীরভূম জেলাও এক্ষেত্রে ব্যতিক্রম নয়।

গত মাসে জনসংযোগের উদ্দেশ্যে নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। এবার সেই কমিটির হাতে বিশেষ দায়িত্ব অর্পণ করা হলো। গত মঙ্গলবার বিকেলে বীরভূম জেলা তৃণমূল পাটি অফিসে জনযোগের উদেশ্যে গড়া প্রত্যেকটি কমিটির হাতে বিশেষ দায়িত্ব তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, প্রত্যেকটি কমিটির সকল সদস্য কে সংশ্লিষ্ট বুথের প্রত্যেক বাড়িতে যেতে ও তাদের অভাব অভিযোগ জানতে নির্দেশ দেওয়া হলো। এই জনসংযোগ বৃদ্ধির উদেশ্যে আগামী সেপ্টেম্বর মাস থেকে জেলার সমস্ত অঞ্চলে এধরণের বৈঠকের আয়োজন হতে চলেছে।

প্রসঙ্গত বীরভূম জেলার মোট ১৯ টি ব্লকে একটি করে কমিটি গঠন করা হয়েছে।
তৃণমূল সূত্রে জানানো হয়েছে, প্রত্যেক ব্লক সভাপতি ৬০ জন সদস্যের এই বিশেষ কমিটির দায়িত্ব প্রথমে সঠিকভাবে বণ্টন করবেন । এরপর শুরু হবে দায়িত্ব পালন।তৃণমূল জেলা সভাপতির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকটি বুথে প্রত্যেকটি বাড়ির জন্য তৃণমূল দলের সদস্যরা প্রথমে তাদের দায়িত্ব ভাগ করে নেবেন। আর এই ভাগ সম্পন্ন হলেই তাঁরা নিজেদেরদায়িত্ব পালন করতে শুরু করবেন। এ প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি অভিজিৎ সিংহ জানিয়েছেন, ” বুথে যে ৬০জনের কমিটি গঠিত হয়েছিল তাঁরা বাড়িপিছু দায়িত্ব নেবেন। করোনা পরিস্থিতির মধ্যে সতর্কতা বজায় রেখে জনসংযোগ বাড়াতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটির সদস্যরা বাসিন্দাদের যে কোনও ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে বীরভূম জেলার সমস্ত বুথের সমস্ত ভোটারের জাতিগত তথ্যবলি তৃণমূল দলের জেলা নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল । এবার সমস্ত ভোটারের বাড়ি পিছু তৃণমূল সদস্যদের দায়িত্ব ভার বণ্টন করে দেওয়া হবে।অন্যদিকে, গত ২০১১ সালের জনগণনা মেনেই বাংলা আবাস যোজনায় উপভোক্তাদের নাম নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু এর পরও প্রকৃত দরিদ্র মানুষ অনেকেই আছেন, যারা আবাস যোজনার অর্থ সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন।

এছাড়া রাজ্যের রেশন ব্যবস্থা নিয়েও বেশ কিছু সমস্যা ও অভিযোগ আছে। যেমন রাজ্যের বর্তমান রেশন ব্যবস্থা অনেকেই ডিজিটাল রেশন কার্ড পাননি, আবার যারা পেয়েছেন তাদের অনেকেরই কার্ডে ভুল ত্রুটি আছে। সেই কারণে রেশন তুলতে গিয়ে তাঁরা যথেষ্ট সমস্যায় পড়ছেন। তাই বিভিন্ন এলাকার শাসকদলের জনপ্রতিনিধি ও সদস্যের যখনই যোগাযোগ করবেন তখনই এই ধরনের নানা সমস্যা গুলি বাসিন্দাদের কাছ থেকে শুনতে পাবেন বলে মনে করছেন বেশ কিছু তৃনমূল সদস্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!