এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > একুশের লক্ষ্যে বড়সড় সিদ্ধান্ত কংগ্রেসের, বামেদের সঙ্গে জোট নিয়ে অধীরকে কড়া নির্দেশ রাহুলের

একুশের লক্ষ্যে বড়সড় সিদ্ধান্ত কংগ্রেসের, বামেদের সঙ্গে জোট নিয়ে অধীরকে কড়া নির্দেশ রাহুলের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে কোণঠাসা করতে কার্যত একসাথে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নাম এবং কংগ্রেস। কিন্তু তাদের মধ্যে জোট এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। মাঝে বাধা পেয়েছে কংগ্রেসের বেশ কিছু নেতার পক্ষ থেকে প্রেরণ করা বেশ কিছু বক্তব্য। যেখানে জানা গেছে যে, অধীর রঞ্জন চৌধুরীকে তারা আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে চাইছেন।

স্বাভাবিকভাবেই বামেদের পক্ষ থেকে কংগ্রেসের বেশ কিছু নেতার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। আর নির্বাচনের আগে যদি কংগ্রেসের কিছু কিছু নেতা অধীর রঞ্জন চৌধুরীকে মুখ করে নিয়ে এগোতে শুরু করেন, তাহলে বামেদের সঙ্গে তাদের জোট আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছিল। আর এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আটকানোর জন্য বামেদের সঙ্গে জোট করা যে অত্যন্ত জরুরি, তা উপলব্ধি করে এবার প্রদেশ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী।

যেখানে বামেদের সঙ্গে যৌথ কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তিনি। অর্থাৎ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অধীর রঞ্জন চৌধুরীকে মুখ হিসেবে চেয়ে বামেদের সঙ্গে জোটের ব্যাপারে বিড়ম্বনা বাড়ালেও, রাহুল গান্ধী এদিনের বৈঠকের মধ্য দিয়ে কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে, এখন এই সমস্ত কিছু করা যাবে না। অর্থাৎ বামেদের সঙ্গে যৌথ কর্মসূচির ভিত্তিতেই যে বাংলায় নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে হবে, তা বুঝিয়ে দিয়েছেন কংগ্রেসের এই সর্বভারতীয় নেতা।

সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে রাজ্যের প্রদেশ নেতৃত্বের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন কংগ্রেসের রাহুল গান্ধী। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক মনোজ ভট্টাচার্য, নেপাল মাহাতো এবং এআইসিসির তরফে বাংলার দুই পর্যবেক্ষক জিতিন প্রসাদ এবং কে সি বেনুগোপাল।

আর এই বৈঠকেই বেশি করে কর্মসূচিতে বামেদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করার নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, “বামেদের সঙ্গে যৌথ কর্মসূচি চালিয়ে যেতে হবে। উভয় পক্ষের আরও নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। যারা যেখানে শক্তিশালী, তারা সেখানে প্রার্থী দেবে।” অর্থ্যাৎ কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব উপলব্ধি করেছে, যদি এখন থেকেই সংগঠনকে শক্তিশালী করতে হয়, তাহলে বামেদের সঙ্গে সমস্ত রকম মনোমালিন্য দূরীভূত করতে হবে।

কেননা ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী মুখ করাতে বামেদের অনেকে কংগ্রেসের আচরণ নিয়ে ক্ষিপ্ত হতে শুরু করেছেন। যার ফলে জোটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর এবার সেই সমস্যা বুঝতে পেরেই ময়দানে নেমে বামেদের সঙ্গে যৌথ কর্মসূচি তৈরি করে আরও নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে বলে নির্দেশ দিয়ে দিলেন কংগ্রেসের রাহুল গান্ধী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, যেভাবে রাজ্যে বিজেপির প্রভাব বাড়ছে, তাতে বাম এবং কংগ্রেসের দিকে যে সমর্থন ছিল, তা আদৌ আগামী বিধানসভা নির্বাচনে থাকবে কিনা, তা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। তাই এই পরিস্থিতিতে একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেস বা বামফ্রন্ট কেউ একা সেভাবে ভালো ফল করতে পারবে না।

আর সেটা বুঝেই 2016 সালের মত এবারের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জোট করে লড়াই করার কথা শোনা গিয়েছিল বাম এবং কংগ্রেস নেতাদের গলায়। কিন্তু মাঝে অধীর রঞ্জন চৌধুরীকে মুখ করার কথা কংগ্রেসের একাংশ বলার পর থেকেই সেই জটিলতা বৃদ্ধি পায়। কিন্তু এবার ভার্চুয়াল বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতাদের এই ব্যাপারে কিছুটা হলেও সতর্ক করে দিলেন রাহুল গান্ধী।

যেখানে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বামেদের সঙ্গে জোট করেই আগামী দিনের লড়াই করতে হবে। স্বাভাবিকভাবেই রাহুল গান্ধীর এই মন্তব্যের পর বামেরাও যে অনেকটাই খুশি, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে কংগ্রেসের শীর্ষ নেতা জোটের রাস্তা পাকা করে দেওয়ায় গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!