এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ২০২১ এর লক্ষে দিলীপ- মুকুল কাছাকাছি, চিন্তা বাড়ছে মমতার, জেনে নিন !

২০২১ এর লক্ষে দিলীপ- মুকুল কাছাকাছি, চিন্তা বাড়ছে মমতার, জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক সময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন তিনি। ভোট রাজনীতিতে তিনি অত্যন্ত পরিপক্ক। বিগত বাম আমল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রধান মুখ হলেও, মাস্টারমাইন্ড ছিলেন এই মুকুল রায়। পঞ্চায়েত থেকে পৌরসভা, বিধানসভা সমস্ত ভোটের ক্ষেত্রেই রণকৌশল কিভাবে সাজাতে হবে, তার শেষ কথা বলতেন মুকুলবাবু। তবে একসময়কার তৃণমূলে মমতা বন্দোপাধ্যায়ের পর শেষ কথা বলা মুকুল রায় এখন বিজেপির গুরুত্বপূর্ণ নেতা। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে তিনি পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভায় নিজের মস্তিষ্ক খাটিয়ে দলকে সাফল্য পাইয়ে দিয়েছেন।

সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তাই তার আগে এখন সেই মুকুল রায়ের উপরেই ভরসা রেখে কিভাবে বাংলায় জয় আসবে, তার পরিকল্পনা করে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। নানা সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের দ্বৈরথ তৈরি হয়েছে বলে নানা মহলের তরফে দাবি করা হলেও সামনের নির্বাচনে আর সেরকম কোনো বিরোধ থাকছে না, তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে মুকুল রায়ের ভোট রাজনীতির কৌশলকে মান্যতা দিয়ে এককাট্টা হয়েই পথ চলতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, কার্যত দিলীপ ঘোষের উপস্থিতিতেই মুকুল রায় জানিয়ে দিলেন, বাংলায় এখনও বিজেপির সঠিকভাবে বুথ কমিটি তৈরি হয়নি। যা তৈরি করেই আগামী দিনে দলকে সাফল্য পাওয়ানো সম্ভব হবে বলে বুঝিয়ে দিলেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই বঙ্গ বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে মুকুল রায় বলেন, “বুথ না জিতলে বাংলা জয়ের আশা ত্যাগ করতে হবে. আর জিততে গেলে বুথ কমিটি করা আবশ্যক। বুথ কমিটি না থাকলে ভোট করাবে কে ! বুথ যার, ভোট তার। ফলে বুথে  সংগঠন করতে হবে এবং সেই সংগঠন পরিচালনার জন্য কমিটি করতে হবে। আমি তৃণমূল কংগ্রেসের জন্মের আগে থেকে ভোট করিয়ে আসছি। আমি জানি, বুথের সংগঠন থাকা আর বুথ কমিটি থাকা কতটা জরুরি। কিন্তু বিজেপি নেতৃত্ব সেই সরল সাধারণ জিনিসটা বুঝছে না। বুথ কমিটি নিয়ে উদাসীন থেকেছে। আর এই উদাসীনতাই ব্যর্থতার দিকে ঠেলে দেবে আমাদের।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভোট রাজনীতিতে অভিজ্ঞ মুকুল রায় এই কথা বলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে এখন বাংলায় বুথ কমিটি তৈরির ব্যাপারে সবথেকে বেশি জোর দিতে বললেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে, বুথ কমিটি তৈরি না হলে জয়ের আশা করা কার্যত বৃথা। কিন্তু এখনও কেন বুথ কমিটি তৈরি করা সম্ভব হয়নি? এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মুকুলদা ঠিকই বলেছেন। আমাদের বুথ কমিটি আরও বাড়াতে হবে। বুথে বুথে সংগঠন মজবুত করতে হবে। আমরা বাকি বুথগুলোতে শীঘ্রই কমিটি তৈরি করে ফেলব।”

আর এখানেই একাংশ বলছেন, বিজেপির রাজ্য সভাপতি মুকুল রায়ের সঙ্গে সুর মেলানোয় কার্যত পরিষ্কার হয়ে গেল যে, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের মধ্যে যে দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছিল, তা এখন কার্যত মিলিয়ে যেতে চলেছে। এখন সেই সমস্ত দ্বন্দ্বকে ভুলে গিয়ে মুকুল রায় এবং দিলীপ ঘোষ একসাথে পথ চলে মুকুল রায়ের পরিকল্পনামাফিক দিলীপ ঘোষের নেতৃত্বে আগামী 2021 এ বাংলার ক্ষমতা দখল করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তবে ভোট রাজনীতিতে অভিজ্ঞ মুকুল রায়ের সমস্ত কথা দিলীপ ঘোষ মেনে নেওয়ায় এখন বুথস্তরের সংগঠনকে ভারতীয় জনতা পার্টি কতটা শক্তিশালী করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!