এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের লক্ষ্যে ডিজিটালেই বাজিমাত! লক্ষ লক্ষ টাকা ফেসবুকের পিছনে ঢালছে তৃণমূল-বিজেপি?

একুশের লক্ষ্যে ডিজিটালেই বাজিমাত! লক্ষ লক্ষ টাকা ফেসবুকের পিছনে ঢালছে তৃণমূল-বিজেপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন ক্রমশ পায়ে পায়ে এগিয়ে আসছে রাজ্যের দোরগোড়ায়। আর সেই কারণেই বর্তমানে রাজনৈতিক দলগুলির শুরু হয়েছে চূড়ান্ত ব্যস্ততা। বর্তমানে সাংগঠনিক জোর বাড়াতে প্রতিটি রাজনৈতিক দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মুশকিল হয়েছে অন্য জায়গায়। অন্য বছর হলে এতদিনে শুরু হয়ে যেত বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব। মিটিং-মিছিল চলত রমরমিয়ে। কিন্তু এবার পরিস্থিতি অন্য। করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি রাজনৈতিক দল জোর দিচ্ছে প্রত্যক্ষ প্রচারের বদলে পরোক্ষ প্রচারের ওপর জোর।

আর সে ক্ষেত্রে একমাত্র সহায় হয়ে দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া। এবং জানা যাচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার পেছনেই লাখ লাখ টাকা খরচ করছে বাংলার রাজনৈতিক দলগুলি, যাদের মধ্যে বিজেপি এবং তৃণমূল অন্যতম। একটি সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় গত তিন মাসে রাজ্যের শাসক দল তৃণমূল কুড়ি লক্ষ টাকা খরচ করেছে বিজ্ঞাপন বাবদ। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকেও বিপুল অর্থ খরচ করা হয়েছে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য। এক্ষেত্রে ফেসবুকের অ্যাডভার্টাইজ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত 24 শে জুন থেকে 21 শে সেপ্টেম্বর পর্যন্ত তৃণমূল কংগ্রেস 18 লক্ষ 10 হাজার টাকা খরচ করে 93 টি বিজ্ঞাপন দিয়েছে ফেসবুকে।

অন্যদিকে বিজেপিও পিছিয়ে নেই। তাঁরাও প্রায় 12 লক্ষ 20 হাজার টাকা খরচ করে 52 টি বিজ্ঞাপন দিয়েছে ফেসবুকে। প্রথমদিকে বিজেপি তৃণমূলের থেকে সোশ্যাল মিডিয়ায় টাকা খরচের ব্যাপারে পিছিয়ে থাকলেও গত এক মাসে কিন্তু ছবি পুরো বদলে গিয়েছে।গত 23 আগস্ট থেকে 21 শে সেপ্টেম্বর পর্যন্ত 26 টি বিজ্ঞাপন দিয়ে বিজেপি খরচ করেছে 10 লক্ষ 40 হাজার টাকা। সে ক্ষেত্রে তৃণমূলের খরচ মাত্র 3 লক্ষ 35 হাজার টাকা এবং বিজ্ঞাপন দিয়েছে তাঁরা 42 টি। অনুমান করা হচ্ছে, ভোট এগিয়ে আসার সাথে সাথে গেরুয়া শিবির এবার জোর দেবে ডিজিটাল প্রচারে। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় জানিয়েছেন, বিজেপি মিথ্যে প্রচার চালাতে চাইছে এবং সে কারণেই তাঁরা বিজ্ঞাপনের ওপর ভরসা করছে বেশি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তৃণমূলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করছে রাজ্যে। কাজ দেখেই মানুষ ভোট দেবে। তবে সোশ্যাল মিডিয়ায় বেশি খরচের ব্যাপার নিয়ে বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে মানুষ সব থেকে বেশি নির্ভর করছে এখন সোশ্যাল মিডিয়ার ওপর। সেটাই যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তাই মানুষের কাছে পৌঁছাতে বিজেপি সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মিডিয়াকে প্রথম কাজে লাগায় বিজেপি। সে সময় বিজেপির প্রতি তীব্র কটাক্ষ প্রকাশ করে তৃণমূল। যদিও পরবর্তীতে দেখা গেছে, তৃণমূলও সেই একই রাস্তায় হেঁটেছে। বিশেষজ্ঞদের মতে, যত সময় যাচ্ছে মানুষ ততই ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তার ওপর করোনা পরিস্থিতিতে তো এখন পড়াশোনা থেকে চাকরি-বাকরি সবই অনলাইনে। এই পরিস্থিতিতে ভোট প্রচারও এবার অনলাইন হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!