এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > একুশের লক্ষ্যে বুথ থেকে রাজ্য স্তর, বিজেপি আনতে চলেছে ই-বুক! জানুন বিস্তারিতভাবে

একুশের লক্ষ্যে বুথ থেকে রাজ্য স্তর, বিজেপি আনতে চলেছে ই-বুক! জানুন বিস্তারিতভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই কড়া নাড়ছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে দলের সাংগঠনিক ভিত্তিকে সুদৃঢ় করে তুলতে সর্বদা ব্যস্ত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। নির্বাচনের প্রাকলগ্নের এই বহুল ব্যস্ততাকালে দলের কর্মসূচি ঠিকমতো পালিত হচ্ছে কিনা, কিংবা নতুন করে কতজন সদস্য দলে যোগ দিলেন, কতটাই বা মজবুত হল দলের সংগঠন – এ রকম নানা তথ্যর সংগ্রহ রাখতে একটি অভিনব ব্যবস্থা ঘোষণা করল কোচবিহার জেলা বিজেপি। ইতিমধ্যেই দলের এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি লিপিবধ্য বা সংগৃহিত করে রাখা হবে বিশেষ একটি দলীয় ই-বুক এ।

অন্যদিকে কোচবিহার জেলা বিজেপি ইতিমধ্যেই নিজের সংগঠনকে মজবুত করতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি । সম্প্রতি করোনা সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বিধি বলবৎ আছে। আর এই সামাজিক দূরত্ব বিধি সম্পূর্ণভাবে মেনেই কোচবিহার জেলার প্রতিটি এলাকায় অন্তত দুজন করে বিজেপি সদস্য এই অভিযান কর্মসূচিতে যোগ দিতে চলেছেন।

এ প্রসঙ্গে জনৈক বিজেপি সদস্য জানিয়েছেন যে, আগামী এক মাসের মধ্যেই তারা এই কর্মসূচি নিয়ে দেড় লক্ষেরও বেশি বাড়িতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা স্থির করেছেন। আর এর সঙ্গেই নিজেদের দলের সদস্য সংখ্যা বৃদ্ধির দিকেও বিশেষ নজর দেয়া হয়েছে জেলা বিজেপির পক্ষ থেকে।নির্বাচনের প্রাক্কালে এই সমস্ত কিছুর সঠিক হিসেব-নিকেশ রাখতেই কোচবিহার জেলা বিজেপির প্রতিটি সাংগঠনিক মণ্ডল কমিটির জন্য পৃথক পৃথক ভাবে ই-বুক এর ব্যবস্থা করা হলো। ইতিমধ্যেই এই ই-বুক গঠনের কাজটিও অনেকটা এগিয়েছে বলেই কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জেলার এই ই-বুক গঠনের দায়িত্ব প্রাপ্ত বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী প্রসঙ্গে জানিয়েছেন, “দলের সমস্ত কর্মসূচির দলিল তৈরির ভাবনা থেকেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ অনেকটা এগিয়েছে। এতে ভবিষ্যতে দলের নতুন কর্মী, সমর্থকেরাও সহজে নানা বিষয় জানার সুযোগ পাবেন। নেতৃত্ব থেকে আগ্রহীরাও কোন বুথে দলের কেমন কর্মসূচি হচ্ছে, সে সব কিছু দেখে নিতে পারবেন।”

কোচবিহার বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে, বিজেপি দলের রাজ্য কমিটির একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে প্রতি মন্ডলের জন্য গঠিত পৃথক পৃথক ইবুক গুলি নিজেদের মধ্যে সংযোগ রক্ষা করবে। পুরো বিষয়টি জেলা বিজেপি আইটি সেলের দায়িত্ব প্রাপ্ত স্থানীয় নেতারা পরিচালনা করবেন।প্রসঙ্গত, প্রতিটি মন্ডলের জন্য গঠিত পৃথক পৃথক ইবুক গুলিতে সেই মন্ডলের সাংগঠনিক বিভিন্ন দলীয় কর্মসূচি থেকে শুরু করে, বিভিন্ন মনীষীদের জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন, দলের মিটিং-মিছিল, বা দলীয় সভাগুলির সমস্ত কিছুর ছবি ও ভিডিও ক্লিপিংস সংগৃহীত থাকবে।

এইট নতুন ই-বুক নির্মাণ সম্পর্কে জনৈক বিজেপি সদস্য জানিয়েছেন যে, দলের সমস্ত নিয়মাব,লী সমস্ত হিসাব-কিতাব সঠিক ভাবে ই-বুকে রাখার ফলে দলের নিয়ম-শৃঙ্খলা আরো অনেকটা বৃদ্ধি পাবে। কোন দলীয় কর্মী যদি দলের কাজে অবহেলা করেন, তবে দলের উর্দ্ধতন নেতৃত্বের কাছে জবাবদিহি করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!