এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের লড়াইতে বিজেপির ভরসা তরুণ তুর্কী বিজেপির অনুপম হাজরার ওপর, জন্মদিনে প্লাবন শুভেচ্ছার

একুশের লড়াইতে বিজেপির ভরসা তরুণ তুর্কী বিজেপির অনুপম হাজরার ওপর, জন্মদিনে প্লাবন শুভেচ্ছার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতায় উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দুদিনের রাজ্য সফরে এসেছিলেন তিনি। আর এর মধ্যেই হয়ে গেল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার জন্মদিন পালন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি শিবির অনুপম হাজরার মতন হেভিওয়েট নেতার ওপর যে যথেষ্ট ভরসা রেখেছে সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে দিলেন বিজেপি নেতৃত্ব। চলল মিষ্টিমুখের পালা। একুশের বিধানসভা নির্বাচনের আবহে গেরুয়া শিবিরের পাখির চোখ এই মুহূর্তে বাংলার মসনদ দখল।

বিহার বিধানসভা নির্বাচনের সাফল্য বাংলার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি শিবিরকে বেশ কিছুটা অক্সিজেনের যোগান দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যথারীতি বাংলার বিজেপি নেতা, মন্ত্রীদের গলাতে যথেষ্ট আত্মবিশ্বাস শোনা যাচ্ছে। অন্যদিকে বাংলায় শাসক পদে বসতে অনুপম হাজরার মতন নেতাদের ওপর যথেষ্ট ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অনুপম হাজরা হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। মূলত অনুব্রত মণ্ডলের সঙ্গে বিরোধের কারণেই তিনি বেরিয়ে আসেন তৃণমূল থেকে। এবং যোগ দেন বিজেপিতে। লোকসভা নির্বাচনে তিনি যাদবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেও জিততে পারেনি তৃণমূলের কাছে।

কিন্তু তার পরেও দল কিন্তু তাঁর ওপর ভরসা রেখেছে বাংলা জয়ের ক্ষেত্রে। অনুপমের ভূমিকা রাজ্য রাজনীতিতে এই মুহুর্তে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অবশ্য অনুপম হাজরা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে আসায় স্বাভাবিকভাবেই রাহুল সিনহাকে নিয়ে প্রশ্ন উঠেছিল। রাহুল নিজেও ক্ষুব্ধ মনোভাব দেখিয়েছিলেন এবং বর্তমানে প্রায় পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে রয়েছেন গেরুয়া শিবিরে। মুকুল রায় এবং অনুপম হাজরার দায়িত্ব পাওয়া নিয়ে দলের মধ্যেই দ্বন্দ্ব আছে বলে দাবি রাজনৈতিক মহলের। অনেকেই মনে করেন তৃণমূল থেকে বিজেপিতে এসেই বড়সড় দায়িত্ব পেলেন। আবার অন্যদিকে অনুপম হাজরা কেন্দ্রীয় সম্পাদক এর পাশাপাশি একাধিক কমিটির ইনচার্জ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার মধ্যে একটি হলো ম্যানিফেস্টো কমিটি। জানা গেছে, কেন্দ্রীয় গেরুয়া শিবির পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের গেরুয়া প্লাটফর্মে আনার দায়িত্ব বিজেপি নেতা অনুপম হাজরার ওপর দিয়েছে। তাই বলতেই হয়, বাংলাতে গেরুয়া শিবির বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে অধ্যাপক ডঃ অনুপম হাজরাকে। অনুপম হাজরা নিজেও বারংবার তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে গেরুয়া শিবিরের ক্ষমতা দখলের কথাই বলেন। এই মুহুর্তে বিজেপির প্রথম ও প্রধান লক্ষ্য, একুশের বিধানসভা নির্বাচন।

আপাতত দেখার, অনুপম হাজরা তাঁর ভোকাল টনিক দিয়ে কতটা মানুষের কাছাকাছি পৌঁছাতে পারেন এবং দলের গুরুদায়িত্ব কতটা ভালো ভাবে তিনি পালন করতে পারেন। এদিকে জন্মদিনে শুধু জে পি নাড্ডাই নন, কৈলাশ বিজয়বর্গী সহ অনেকেই অনুপমকে মিষ্টিমুখ করিয়ে দেন এদিন। এতে ঙ্করেই আরও যেন স্পষ্ট হয়ে উঠছে অনুব্রত মণ্ডলের গড়ে অনুপম হাজরা কতটা প্রাসঙ্গিক হতে চলেছেন। বর্তমানে গেরুয়া শিবির রাজ্যজুড়ে তৃণমূলের অন্যায়ের প্রতিবাদে চালাচ্ছে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!