এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > একুশের মহাযুদ্ধে তৃণমূল-বধে বিরোধী মুখ্যমন্ত্রী মুখ অধীর? কি ভাবছে কংগ্রেস? কোন পথে বামেরা?

একুশের মহাযুদ্ধে তৃণমূল-বধে বিরোধী মুখ্যমন্ত্রী মুখ অধীর? কি ভাবছে কংগ্রেস? কোন পথে বামেরা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বাম সরকারের আমলে কখনই বামফ্রন্টকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষনা করে নির্বাচনে লড়তে দেখা যায়নি। কিন্তু বর্তমানে যখন বাম এবং কংগ্রেস রাজ্যে কিছুটা অপ্রাসঙ্গিক, তখন দুই দল মিলে আবার জোট করে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরীকে মুখ করে নির্বাচনে যাওয়া উচিত বলে দাবি করা হচ্ছে।

কিন্তু কংগ্রেস এই দাবি করলেও, তাকে নস্যাৎ করে দিচ্ছে সিপিএম। স্বাভাবিকভাবেই অধীর রঞ্জন চৌধুরীকে নিয়েই এখন কি সিপিএম এবং কংগ্রেস এর মধ্যে দূরত্ব তৈরি হবে এবং তার ফলেই তাদের জোট ভেস্তে যাবে! এখন তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। জানা গেছে, ইতিমধ্যেই কংগ্রেসের একটা অংশের পক্ষ থেকে জানানো হয়েছে, অধীর রঞ্জন চৌধুরীকে যদি মুখ্যমন্ত্রী মুখ করে এগোনো যায়, তাহলে সাফল্য পাওয়া যাবে। তবে সিপিএম অবশ্য কংগ্রেসের এই দাবি মানতে নারাজ। আর এখানেই তৈরি হয়েছে জটিলতা।

এদিন এই প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “বামফ্রন্ট কোনোদিন কাউকে মুখ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেনি। জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য কে মুখ্যমন্ত্রী হবেন এটা মানুষ ধরে নিত। কিন্তু পার্টি বামফ্রন্টের তরফে কাউকেই মুখ্যমন্ত্রী মুখ করে প্রচার করা হত না। ভারতে যেহেতু প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয় না, তাই মুখ করে ভোটে যাওয়াটা ঠিক নয়। অনেক দল কাউকে কাউকে মুখ করে ভোটে লড়লেও, বামেরা তা করে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কংগ্রেসের যে নেতারা বেশি কথা বলছেন, তাদেরকেও গুরুত্ব না দেওয়ার চেষ্টা করলেন এই সিপিএম নেতা। তবে সুজন চক্রবর্তী একথা বললেও, তার পাল্টা যুক্তি দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, অধীর রঞ্জন চৌধুরী সংসদে বিরোধী দলনেতা‌। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতেই পারেন। সেক্ষেত্রে বাম এবং কংগ্রেসকে যদি সাফল্য পেতে হয়, তাহলে অধীর রঞ্জন চৌধুরীকে মুখ করে এগিয়ে যাওয়া যেতেই পারে।

স্বভাবতই 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যখন বাম এবং কংগ্রেসের মধ্যে জোট নিয়ে আলোচনা তৈরি হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মুখ নিয়ে এই আলোচনা তাদের জোটের প্রধান সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ। কেননা বামেদের পক্ষ থেকে যে আভাস পাওয়া যাচ্ছে, তাতে তারা কংগ্রেসের এই বক্তব্যকে কোনোভাবেই মান্যতা দিতে চায় না। যার জেরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আটকানোর জন্য মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেসের একাংশ অধীর রঞ্জন চৌধুরীকে চেয়ে কি আরও বিপদ ডেকে আনল! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

কেননা অধীর রঞ্জন চৌধুরীকে যদি মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে কংগ্রেস এগোনোর কথা বলে, তাহলে তা কিছুতেই মানবে না বামফ্রন্ট। যার ফলে দুই রাজনৈতিক দলের মধ্যে শেষ পর্যন্ত এই মুখ্যমন্ত্রী মুখের ইস্যু নিয়েই দূরত্ব তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!