এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের মহাযুদ্ধে বিজেপিকে মাত দিতে এবার মমতার ভরসা অভিষেকের এই বিশেষ বাহিনী ! ঝড় রাজ্য জুড়ে

একুশের মহাযুদ্ধে বিজেপিকে মাত দিতে এবার মমতার ভরসা অভিষেকের এই বিশেষ বাহিনী ! ঝড় রাজ্য জুড়ে


2021 এর বিধানসভা নির্বাচন হতে সময় আর বিশেষ হাতে নেই। লোকসভা নির্বাচনের পর দেখা যায়, রাজ্যের শাসক দল কিছুটা কোণঠাসা হয়ে পড়ে বিরোধী দল বিজেপির কাছে। আর তার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দ্বারস্থ হন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের। তারপরে তৃণমূল দলে ছবি কিছুটা পাল্টে যায় রাজ্যজুড়ে। পায়ের তলার জমি আবারও ফিরে পেতে শুরু করে তাঁরা। এই অবস্থায় বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ নিজেদের দখলে রাখতে এবার নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেছে শাসক শিবির বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে দেশ তথা রাজ্যজুড়ে করোনার কারণে পরিস্থিতি অত্যন্ত জটিল। সামাজিক দূরত্ববিধি মেনে মিটিং-মিছিল করার কোন প্রশ্নই নেই। এরই মধ্যে রাজ্যের বিরোধী দল বিজেপি করোনা আবহকে কাজে লাগিয়ে তাঁদের ভার্চুয়াল মিটিং সেরে নিয়েছে। যেখানে কথা বলেন স্বয়ং অমিত শাহ। আর এবার ঘাসফুল শিবির থেকেও শোনা যাচ্ছে, তাঁরাও এবার ভার্চুয়াল জগতকে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানের যুদ্ধে নামতে চলেছে। শোনা যাচ্ছে, আপাতত তাঁদের লক্ষ্য প্রচুর যুব যোদ্ধা তৈরি করা।

এবং এই যুবযোদ্ধাদের শাসক দলের রাজনৈতিক কর্মপদ্ধতি বুঝিয়ে ব্লক স্তরে প্রতিটি মানুষের সুবিধা-অসুবিধায় পাশে থাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা চলবে, পার্টি কর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ করে বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করাও যোদ্ধাদের অন্যতম কাজ বলে বিবেচিত হবে বলে জানা যাচ্ছে। গত জুলাইয়ের শেষে তৃণমূল শিবির থেকে শুরু হয়েছিল ‘দিদিকে বল’ কর্মসূচি। প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বলে পরিচিত এই কর্মসূচি বহুল জনপ্রিয়তা লাভ করে বলে দাবি শাসক শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সফলতার মাথায় রেখেই এবার তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি নতুন একটি অভিযান শুরু করতে চলেছেন রাজ্য জুড়ে। ‘যুব যোদ্ধা’ নামক ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন যুবক-যুবতীকে দলে নিযুক্ত করা হবে এবং বিরোধী দলের বিরুদ্ধে তাঁরা কাজ করবে বলে জানা গেছে। 11 জুনের মধ্যে এই প্রক্রিয়ার রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপাতত রাজ্য, জেলা, স্থানীয় ভাবে কাজ করবে যুব যোদ্ধার দল বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে, যুব যোদ্ধারা রেজিস্ট্রেশন করে নিলে তাঁদেরকে শাসক মহলের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জুড়ে দেওয়া হবে।

অন্যদিকে শাসক শিবিরের এই পরিকল্পনা নিয়ে রাজ্য বিজেপি সহ-সভাপতি জয় প্রকাশ নারায়ন তীব্র কটাক্ষের সঙ্গে জানান, “তৃণমূল এখন বহিরাগত প্রশান্ত কিশোরের অঙ্গুলিহেলনে চলছে। এর মানে সাধারণ মানুষের কাছে তৃণমূলের গ্রহণযোগ্যতা ক্রমেই কমছে।মানুষের টাকা আত্মসাৎ করে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই নতুন প্রচারকৌশল মুখ থুবড়ে পড়বে।” অন্যদিকে রাজ্যের শাসক শিবির যেভাবে আগামী দিনের মসনদ দখলের লড়াইতে নামতে পরিকল্পনা করছে তা অবশ্য যথেষ্ট প্রশংসার দাবি রাখে বলে মত বিশেষজ্ঞদের।

তবে রাজনৈতিক মহলের অনেকের দাবি, তৃণমূল কংগ্রেসের মধ্যে সাংগঠনিক ভিত বহু জায়গায় এখনো দুর্বল হয়ে রয়েছে। তাই সবার আগে প্রয়োজন রাজ্যজুড়ে সংগঠন মজবুত করা। যে কাজ কিন্তু বিরোধী শিবির বহু আগেই সেরে রেখেছে। অন্যদিকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস একসময় বিরোধী শিবিরের ভার্চুয়াল মিটিং নিয়ে যথেষ্ট কটাক্ষ করে, সেই একই রাস্তায় কিন্তু এবার শাসক শিবিরও হাঁটছে। এবার দেখার প্রযুক্তিকে সাথে নিয়ে শাসক শিবির নিজেদের জয়ের পথে কতটা এগিয়ে যেতে পারে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!