এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের মহাযুদ্ধে ‘মুকুল-অস্ত্র’ ভোঁতা করতে মাস্টারপ্ল্যান পিকের? তীব্র জল্পনা রাজ্য জুড়ে!

একুশের মহাযুদ্ধে ‘মুকুল-অস্ত্র’ ভোঁতা করতে মাস্টারপ্ল্যান পিকের? তীব্র জল্পনা রাজ্য জুড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের সময় থেকেই একুশের বিধানসভার মসনদ দখলের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছিল গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই। তাই এবার বাংলা ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রীয় বিজেপি শিবিরে। কিন্তু তার মধ্যেও সম্প্রতি রাজনৈতিক বাজারে একটি চাঞ্চল্যকর খবর শোনা যাচ্ছে। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। বহুদিন ধরে কথা চলছে তৃণমূলে আবার ফেরত আসতে পারেন মুকুল রায়।

সম্প্রতি মুকুল রায় দিল্লিতে কেন্দ্রীয় বৈঠক ছেড়ে সোজা কলকাতা ফিরে আসেন। আর তারপর থেকেই এই গুঞ্জন আরো জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই গুজব রটানোর কারিগর হিসেবে তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী। অন্যদিকে মুকুল রায়ও এইসব ঘটনাকে রীতিমতো চক্রান্ত বলে দাবি করেছেন। 2019 এ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যাণ্ড মুকুল রায়।

আর তারপরেই মুকুল রায় তুখোড় রাজনীতিবিদের পরিচয় দিয়ে তৃণমূল শিবিরে একের পর এক আঘাত করেন। এবং তৃণমূল থেকে বহুলাংশে নেতা-নেত্রীকে গেরুয়া শিবিরে নিয়ে আসেন। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে মুকুল রায়ের হাত ধরেই তাঁরা সাংসদ পদ লাভ করেন বলে মনে করা হচ্ছে। গেরুয়া শিবিরের দাবি, মুকুল রায় বর্তমানে তৃণমূলের কাছে আতঙ্কের আরেক নাম। তাই মুকুল রায়কে নিয়ে জল্পনার মাধ্যমে গেরুয়া শিবিরে অশান্তি তৈরি করতে চাইছে ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, মুকুল রায়কে আটকানো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ভোট কৌশলী প্রশান্ত কিশোরেরও অন্যতম লক্ষ্য। তাই মুকুল রায়কে আটকাতে গেলে প্রথম প্রয়োজন মুকুলকে নিষ্ক্রিয় করা। আর সেই সূত্রেই প্রশান্ত কিশোরের নাম এই ঘটনায় সামনে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন গুজব রটেছে মুকুল রায়কে নিয়ে। কোন সময় শোনা যাচ্ছে, তিনি তৃণমূলের সঙ্গে গোপনে বৈঠক করছেন। আবার কখনও শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে গুরুত্ব পাচ্ছেন না।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দূরত্বের কারণে তিনি তৃণমূলে চলে আসতে চাইছেন। এমনকি বীজপুরের বিধায়ক মুকুল পুত্রকে নিয়েও জল্পনা চরমে। এই অবস্থায় এবার মুকুল রায় জানিয়ে দিলেন, আপাতত গেরুয়া শিবির ছাড়া তাঁর কোনো লক্ষ্য নেই। তিনি বিজেপিতে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। অন্যদিকে এখনো পর্যন্ত মুকুলকে নিয়ে কারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তা স্পষ্ট নয়। তবে মুকুল পর্ব কি এখানেই শেষ হচ্ছে? নাকি রাজনীতিতে অঘটন আবার ঘটবে? চোখ রাখছে বাংলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!