এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের মঞ্চ থেকেই ভবিষ্যতের স্ট্র্যাটেজি, নেত্রীর পরিকল্পনা জানালেন পার্থ!

একুশের মঞ্চ থেকেই ভবিষ্যতের স্ট্র্যাটেজি, নেত্রীর পরিকল্পনা জানালেন পার্থ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের কারণে পরপর দু’বছর একুশে জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হয়নি। যার কারণে তৃণমূল কর্মীরা কার্যত অপেক্ষা করছিল, এবার যাতে একুশে জুলাই কলকাতার রাজপথে অনুষ্ঠিত হয়। অবশেষে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল নেতৃত্ব। করোনা আতঙ্ক কাটিয়ে উঠে অবশেষে চলতি বছরে একুশে জুলাই আবার ধর্মতলায় অনুষ্ঠিত হচ্ছে। এদিন সেই ব্যাপারে প্রস্তুতি বৈঠক হওয়ার পরেই এবারের একুশে জুলাই যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন তৃণমূল ভবনে একুশে জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আর তারপরেই সাংবাদিক দের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের পথ চলার নির্দেশিকা দেবেন। এবারের একুশে জুলাই অতীতের ভিড়ের রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।” একাংশ বলছেন, পরপর দুই বছর একুশে জুলাই অনুষ্ঠিত হয়নি। আর এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই সারা বছর কিভাবে রাজনৈতিক কার্যকলাপ হবে, তা কর্মীদের কাছে নির্দেশ আকারে পৌঁছে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে বিজেপিকে সরাতে গোটা দেশে তৃণমূলের বিস্তৃতি লক্ষ্য করা যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে আগামী দিনের রণনীতি নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!