এখন পড়ছেন
হোম > জাতীয় > একুশের নির্বাচনে কতখানি মিম এফেক্ট? কার কপাল পুড়বে? কার হাসি হবে চওড়া? মুখ খুললেন খোদ ওয়েইসি

একুশের নির্বাচনে কতখানি মিম এফেক্ট? কার কপাল পুড়বে? কার হাসি হবে চওড়া? মুখ খুললেন খোদ ওয়েইসি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কালেই আসাদউদ্দিন ওয়েইসি জানিয়ে দিয়েছিলেন, তার দল এআইএমআইএম আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যে রীতিমত বাংলার রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, বিজেপি এই রাজনৈতিক দলকে দিয়ে ভোট ভাগাভাগির খেলা খেলছে। অর্থ্যাৎ হায়দ্রাবাদের এই রাজনৈতিক দলটিকে “বিজেপির এজেন্ট” বলে দাবি করতে শুরু করেছিল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি বিরোধিতায় সুর চওড়া করলেন আসাদউদ্দিন ওয়েইসি।

সূত্রের খবর, এদিন হায়দ্রাবাদে ভোট প্রচার পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় চাণক্য অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, “রোহিঙ্গাদের নিয়ে অমিত শাহ কি ব্যবস্থা নেবেন, তা নিয়ে আসাদউদ্দিন ওয়েইসিকে কেন জিজ্ঞাসা করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী! একজন মন্ত্রী হয়ে একজন সাংসদকে কেন তিনি রোহিঙ্গা ইস্যুতে টানছেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই হায়দ্রাবাদে প্রচারে এসে এআইএমআইএমের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসিকে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে কেন্দ্র কোনো পদক্ষেপ নিলে আসাদউদ্দিন ওয়েইসি তার বিরোধিতা করবেন কিনা, তার জবাব দেওয়ার কথা বলেন তিনি। আর এই প্রসঙ্গে এদিন সেই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করলেন আসাদউদ্দিন ওয়েইসি।

অর্থাৎ বিজেপির সর্বভারতীয় চাণক্যকে তিনি কটাক্ষ করে বুঝিয়ে দিলেন, বিভিন্ন দলের পক্ষ থেকে তাঁর দলকে বিজেপির এজেন্ট বলে দাবি করা হলেও, তা সম্পূর্ণরূপে মিথ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধিতা করে অন্তত নিজেদের সেই বক্তব্যকেই আরও একবার প্রতিষ্ঠা করতে চাইলেন আসাদউদ্দিন ওয়েইসি বলে মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, বর্তমানে এই আসাদউদ্দিন ওয়েইসি চাইছেন, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তার দলকে বিস্তারলাভ করাতে। ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করার পর বাংলাতেও তার দল লড়াই দেবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই রাজনৈতিক দলটি বিজেপির হয়ে ভোট কাটার চেষ্টা করছে। যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছিল।

কিন্তু এদিন হায়দ্রাবাদের নির্বাচনকে কেন্দ্র করে যখন পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে, তখন বিজেপির সর্বভারতীয় চাণক্য তাথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরব হয়ে আসাদউদ্দিন ওয়েইসি বুঝিয়ে দিলেন, তারা বিজেপির কট্টর বিরোধী দল হিসেবেই পরিচিত। সব মিলিয়ে একদিকে বিভিন্ন রাজ্যে নিজেদের দলের বিস্তারলাভ এবং অন্যদিকে তাদের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার যে অভিযোগ উঠেছিল, তা সম্পূর্ণরূপে করার চেষ্টা করলেন এআইএমআইএমূ হেভিওয়েট নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!