এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > একুশের যুদ্ধে গেরুয়া শিবিরের হাতিয়ার রাম কার্ড – জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

একুশের যুদ্ধে গেরুয়া শিবিরের হাতিয়ার রাম কার্ড – জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে সম্প্রতি ধর্মীয় মেরুকরণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। মূলত গেরুয়া শিবিরের প্রতি অভিযোগ তারা রাজ্যে ধর্মীয় মেরুকরণ চালাচ্ছে। অন্যদিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে কিন্তু ইতিমধ্যেই নেতাজির জন্মদিনে হয়ে গেছে একচোট রাজনৈতিক তরজা। পাশাপাশি বিভিন্ন সময় দেখা গেছে, মুখ্যমন্ত্রীকে কাবু করার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এই ‘জয় শ্রীরাম’ ধ্বনি। আর এবার বাবুল সুপ্রিয় দলীয় মঞ্চ থেকে জানিয়ে দিলেন ‘জয় শ্রীরাম’ ধ্বনিকেই ভয় পাচ্ছে তৃণমূল। তবে রামকার্ড দিয়েই যে ‘খেলা হবে’ সেকথাও বলেন তিনি। আর বাবুলের কথার ভিত্তিতেই শুরু হয়েছে চাঞ্চল্য।

সম্প্রতি পূর্ব রেলের আসানসোল ডিভিশনে সিতারামপুর স্টেশনে আপার ক্লাস হল উচ্চশ্রেণীর প্রতীক্ষালয় এবং নবনির্মিত স্টেশন শৌচালয় কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সোমবার। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে এবং বিশেষ অতিথি হিসেবে নাম ছিল কুলটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। যথারীতি তৃণমূল এবং বিজেপির দুই নেতাকে সরকারি কার্যসূচিতে দেখতে পাওয়া নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। কিন্তু অনুষ্ঠানের দিন দেখা গেল মঞ্চে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিত থাকলেও অনুপস্থিত রয়েছেন কুলটির তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়।

আর কুলটির তৃণমূল বিধায়কের উপস্থিত না হওয়ার কারণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় তীব্র কটাক্ষ করে বলেন, রামের ভয়েতে তৃণমূল বিধায়ক অনুষ্ঠানে আসেননি। যদিও তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তিনি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাননি। অন্যদিকে দেখা গেছে, এদিনের অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়র পাশে বিশেষ অতিথি হিসেবে কুলটি তৃণমূল বিধায়কের জন্য নির্দিষ্ট চেয়ার রাখা। অন্যদিকে বাবুল সুপ্রিয় এদিন মঞ্চে বক্তব্য রাখার জন্য উঠতেই দর্শকাসন থেকে বিজেপির নেতা ও কর্মীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন। যথারীতি বাবুল সেই স্লোগানকে যথেষ্টই সম্মান দেন। তিনি নিজেও একজন বিজেপি নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি বলেন, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ দেশ। তাই এখানে প্রত্যেকেই নিজের মতন ধর্ম পালন করতে পারে। অন্যদিকে কুলটির বিধায়ক সরকারি অনুষ্ঠানে আসেননি বলে ব্যাপক কটাক্ষ করেন এদিন বাবুল। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন, রাজ্যের মানুষের জন্য তৃণমূল কিছুই করেনি। তবে বাবুলের কথা থেকে পরিষ্কার, একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু গেরুয়া শিবির রামকার্ড নিয়ে খেলা শুরু করবে। অন্যদিকে কুলটির বিধায়ক উজ্জল চট্টোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি জানান, তাঁকে কোনোভাবেই আমন্ত্রণ করা হয়নি। তাই তিনি জাননি।

অন্যদিকে বাবুল সুপ্রিয় এদিন সাংবাদিকদের সামনে জানান, যে পরিবর্তন আসছে রাজ্যে তা কেউ আটকাতে পারবেনা। পাশাপাশি বিজেপির রথযাত্রা আটকানো নিয়ে গণ্ডগোল প্রসঙ্গে দিন বাবুল সুপ্রিয় ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কিছু জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা রথযাত্রা আটকানোর চেষ্টা চালাচ্ছে। এদিন বাবুল কয়লা পাচার নিয়েও তীব্র কটাক্ষ করেন। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাবুল সুপ্রিয় কিন্তু জানিয়ে দিলেন, আগামী দিনে গেরুয়া শিবির একদিকে যেমন হাতিয়ার করে তুলতে চলেছে রাম কার্ডকে, সেরকমই অন্যদিকে তৃণমূলের দুর্নীতি হতে চলেছে সবথেকে বড় হাতিয়ার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!