এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এলাকা দখল ও ক্ষতিপূরণের টাকার ভাগ বাটোয়ারার জেরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে! উত্তপ্ত এলাকা

এলাকা দখল ও ক্ষতিপূরণের টাকার ভাগ বাটোয়ারার জেরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে! উত্তপ্ত এলাকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছে। যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। লোকসভা নির্বাচনের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন, দলের নিজস্ব কোন্দল রোধ করা না গেলে কোনোভাবেই রাজ্যে জায়গা পাওয়া যাবেনা। আর তাই তিনি দলের সমস্ত স্তরের কাছেই গোষ্ঠী কোন্দল বন্ধ করার আর্জি জানিয়েছিলেন। কিন্তু তার কথায় যে কোনো ফল হয়নি সে কথা এতদিনে পরিষ্কার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা এখন সর্বজনবিদিত। তবে এবার গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে দিয়েই উঠে এসেছে ভয়ংকর অভিযোগের কথা। সম্প্রতি তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তুমুল আতঙ্ক ছড়িয়েছে উত্তর 24 পরগনা হাসনাবাদে।

একই দলের দুই পক্ষের সংঘর্ষে ইতিমধ্যে জখম হয়েছেন প্রায় 10 জন। তবে জানা গিয়েছে এলাকা দখল এবং আমফানের ক্ষতিপূরণের টাকা ভাগ-বাটোয়ারার জন্যই এই ঝামেলা ও সংঘর্ষ। তৃণমূল নেত্রী আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি প্রসঙ্গে ইতিমধ্যেই কড়া শাস্তির ঘোষণা করেছেন। কিন্তু তারপরেও আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে কিভাবে ভাগবাটোয়ারা হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নওয়াপাড়া এলাকায় রাতের অন্ধকারে তুমুল হামলা চলে দুই গোষ্ঠীর মধ্যে। মারধর, বোমাবাজি, বাড়ি ভাঙচুর কিছুই বাদ যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খবর পেয়ে হাসনাবাদ থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। এ প্রসঙ্গে মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আখের আলি জানিয়েছেন, মতৃণমূলের 173 জন অবৈধভাবে আমফান ক্ষতিপূরণের টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে চাইছিলেন। সেই দুর্নীতির প্রতিবাদ করতেই অপর পক্ষের নেতাকর্মীরা তাদের উপর মারধর করে হামলা চালায়। অন্যদিকে মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান আব্দুল ওয়াহাব গাজী জানিয়েছেন, এলাকার অঞ্চল নেতার বিরুদ্ধে তোলাবাজি, টাকা তোলার মতন একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যাওয়াতেই তাঁদের ওপর গুলি চালানো হয়েছে এবং এলাকায় বোমাবাজি করা হয়েছে। সূত্রের খবর, দুই পক্ষই উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে সমস্ত ঘটনা জানান। তবে আমফানের ক্ষতিপূরণের টাকার এই ভাগবাটোয়ারার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বিরোধী পক্ষ থেকে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। তবে বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে তৃণমূলের সবথেকে বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব এবং গোষ্ঠী সংঘর্ষ। তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষ নিয়ে অবশ্য এখনো পর্যন্ত তৃণমূলের উচ্চকক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দুর্নীতি যদি এখনই না বন্ধ করা যায়, তাহলে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল শিবির আক্ষরিক অর্থেই বিপর্যয়ের মুখে পড়বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!