এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এলাকার বিশিষ্টদের নিয়ে সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নিলেন তৃণমূলের এই শিল্পী বিধায়ক

এলাকার বিশিষ্টদের নিয়ে সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নিলেন তৃণমূলের এই শিল্পী বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একজন গায়িকা তথা কীর্তনশিল্পী হিসেবে যথেষ্ট ভাবে খ্যাত হলেন অদিতি মুন্সি। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে তাঁর তৃণমূলে যোগদান। আর রাজনীতিজগতে পদার্পণ করেই পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। রাজারহাট-গোপালপুর কেন্দ্রের বিধায়ক হয়েছেন তিনি, পরাজিত করেছেন হেভিওয়েট বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে। নির্বাচনের সাফল্যের পর এবার তাঁর বিধানসভা এলাকায় সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজই তিনি এই মঞ্চ গড়তে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, রাজারহাট-গোপালপুর কেন্দ্রের বিধায়ক হয়েছেন কীর্তন শিল্পী অদিতি মুন্সি। সাংস্কৃতিক জগতে যথেষ্ট সুখ্যাতি রয়েছে তাঁর কীর্তন শিল্পী হিসেবে। অল্পসময়ের মধ্যেই বিশেষ খ্যাতি লাভ করেছেন তিনি। আবার, তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের যুব সভাপতি, আবার বিধান নগর কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর সদস্যও তিনি। আজ অদিতি মুন্সি বিশিষ্টজন ও শিল্পীদের জন্য সংগঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। নাগেরবাজারের অজিতেশ মঞ্চে আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগঠন গড়ে তুলবেন। কাদের এখানে নেওয়া হবে? কি হবে এর কাজ? এই সব বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন অনুষ্ঠানের সময়ে।

আজকের এই মঞ্চ নির্মাণ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন বিধায়ক অদিতি মুন্সি। যেখানে জানানো হয়েছে যে, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও তার প্রসারের দ্বারা সাংস্কৃতিক গৌরবময় উন্নয়নের সাধনে তাঁরা বদ্ধপরিকর। তাই শিল্প সংস্কৃতির বিকাশকে অব্যাহত রাখতে রাজারহাট-গোপালপুর এলাকার সমস্ত গুণীজন ও প্রতিভাবান শিল্পীদের জন্য একটি সংস্কৃতি উন্নয়ন ক্ষেত্রের আয়োজন করছেন তাঁরা। আজ কুড়ি সে জুলাই মঙ্গলবার উল্টোরথের শুভদিনে আনুষ্ঠানিকভাবে নাগেরবাজারের অজিতেশ মঞ্চে এর শুভ সূচনা করতে চলেছেন তাঁরা। এলাকার সাংস্কৃতিক গৌরব বৃদ্ধি ও প্রগতির জন্য এই ক্ষেত্র বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে, আশা করছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!