এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > এলাকার নিকাশি ব্যবস্থা সচল করতে নিজেই নর্দমা পরিষ্কার করলেন বিজেপি বিধায়ক

এলাকার নিকাশি ব্যবস্থা সচল করতে নিজেই নর্দমা পরিষ্কার করলেন বিজেপি বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিগত কয়েক দিনের উপঝড়ান্তি বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিচু এলাকায় যেভাবে জল জমেছে, তাতে প্রাণান্তকর অবস্থা সাধারণ মানুষের। বিভিন্ন জায়গায় নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ার কারণেই যে এই দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে ব্যাপারে দ্বিমত নেই বিভিন্ন এলাকার মানুষের। এ রকমই দুর্বিষহ পরিস্থিতি বনগাঁ উত্তরে। কার্যত বৃষ্টি থেমে গেলেও নিচু এলাকায় এখনো জলমগ্ন সেখানে। এই পরিস্থিতিতে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন এবং পরিস্থিতি সামাল দিতে নিজেই নর্দমা পরিষ্কারে লেগে পড়লেন।

একটু বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জল জমার অন্যতম কারণ যে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই নিকাশি ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণ শহরের বিভিন্ন নর্দমায় আবর্জনা জমে থাকা। আর এই অভিযোগ তুলে নিজেই নর্দমা সাফ করতে নামলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। কার্যত বিধায়ককে নর্দমা পরিষ্কার করতে দেখে যথারীতি ভিড় বেড়ে যায় রাস্তার দু’পাশে। কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বনগাঁ পুরসভার বেশ কয়েকটি নিচু এলাকা এখনো জলমগ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৃহস্পতিবার সেরকমই কয়েকটি ওয়ার্ড পরিদর্শনে বেরিয়ে বিজেপি বিধায়ক 8 নম্বর ওয়ার্ডে আবর্জনা ভরা একটি ড্রেনের পাশে দাঁড়িয়ে পড়েন এবং নিজেই আবর্জনা পরিস্কার করতে হাত লাগান। এ প্রসঙ্গে বনগাঁ পুরসভার দায়িত্বে থাকা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক। নিকাশির ব্যাপারে যে কোন ওয়ার্ডে তৃণমূল প্রশাসক ঠিকভাবে কাজ করেনি সেকথাই এদিন জোর গলায় বলেন অশোকবাবু। অন্যদিকে বিধায়কের ড্রেন পরিষ্কার করার ঘটনাকে তীব্র কটাক্ষ করে বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানিয়েছেন, কার্যত ছবি তুলে চমক দেওয়ার জন্য এই কাজ করেছেন বিজেপি বিধায়ক।

বুধবার বৃষ্টি শেষ হতেই পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা পরিষ্কারের কাজ সেরে এসেছেন বলে জানিয়েছেন বনগাঁ পুরসভার প্রশাসক। বিশেষজ্ঞদের মতে, রাজ্যে পুরভোট আসছে সামনে। বিজেপির বিধায়ক অশোক কীর্তনীয়া যেভাবে নর্দমা পরিষ্কারের কাজে লেগে পড়লেন তাতে তিনি যে সূক্ষ্মভাবে প্রচারের কাজ সেরে ফেললেন সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। কার্যত বিজেপি বিধায়ক বুঝিয়ে দিলেন, পুরসভার দায়িত্বে থাকা তৃণমূল আদৌ কোন কাজ করছেনা। বিজেপির এই চালকে কিভাবে মাত দেয় তৃণমূল, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!