এখন পড়ছেন
হোম > অন্যান্য > এলাকায় পাওয়া গেল ব্যাগভর্তি বোমা, পুলিশি তদন্তে খোঁজা হচ্ছে রাজনৈতিক যোগ

এলাকায় পাওয়া গেল ব্যাগভর্তি বোমা, পুলিশি তদন্তে খোঁজা হচ্ছে রাজনৈতিক যোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হচ্ছিল। সে সময় এই নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিকে দিকে। ভোট মিটে গেলেও কিন্তু এখনো তাজা বোমার সন্ধান পাওয়া যাচ্ছে। যেমন এবার সাতসকালেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত কোহিতপুর গ্রামে পাওয়া গেল ব্যাগ ভর্তি বোমা। খুব স্বাভাবিকভাবেই এতগুলি বোমা উদ্ধার হওয়ায় কার্যত চূড়ান্ত আতঙ্কিত গ্রামবাসীরা। একইসাথে এর পেছনে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ টহল চলছে। সূত্রের খবর, বুধবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত কোহিতপুর গ্রামের এক বাঁশবাগান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। জানা গেছে, দুই ব্যাগ মিলিয়ে প্রায় পনেরো-কুড়িটি বোমা রাখা ছিল। সূত্রের খবর, গতকাল রাতে গ্রামেরই এক বাসিন্দা শরিফুল সেখ এবং তাঁর বন্ধুরা পিকনিক করে বাড়ি ফেরার সময় টিংকু ও বশির নামের দুই যুবক ও তাঁদের দলবল মিলে শরিফুলের ওপর আক্রমণ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে স্থানীয়দের মধ্যস্থতায় ঝামেলা থামে এবং যে যার জায়গায় ফিরে যায়। গ্রামবাসীদের অনুমান। সেই ঝামেলার সূত্রেই এই বোমাবাজি হবার সম্ভাবনা ছিল। তাই বাঁশবাগানে 2 ব্যাগভর্তি বোমা রাখা হয়েছে। অন্যদিকে গ্রামবাসীর অভিযোগ, গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরী করে রেখেছে টিংকু এবং তার দলবল। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয় করার জন্য। বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হল সামসেরগঞ্জে এবার হতে চলেছে উপনির্বাচন।

2021 এর  বিধানসভা নির্বাচনের আগে সামশেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী মারা যাওয়ায় সেখানে কিন্তু নির্বাচন হয়নি। আর কিছুদিনের মধ্যেই এই কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। কার্যত উপনির্বাচনের আগে এভাবে এলাকায় বোমা পাওয়া যাওয়ার সঙ্গে রাজনৈতিক কোন চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আপাতত এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। সন্দেহজনকদের উদ্দেশ্যে পুলিশ শুরু করেছে তল্লাশি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!