এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মেখলিগঞ্জ কার! নির্বাচন ঘোষণা না হলেও নেমে পড়েছে সব পক্ষ, জোর গুঞ্জন!

মেখলিগঞ্জ কার! নির্বাচন ঘোষণা না হলেও নেমে পড়েছে সব পক্ষ, জোর গুঞ্জন!

এককালে বামেদের শক্ত ঘাঁটি ছিল মেখলিগঞ্জ পৌরসভা। বিগত দিনে এখানকার বাম সরকারের দাপুটে মন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। তবে সময় যত এগিয়েছে, ততই বদল হয়েছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। প্রথমদিকে মেখলিগঞ্জ পৌরসভা বামফ্রন্ট দখল করলেও পরবর্তীতে অনেক কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন। যার ফলে সেই পৌরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস।

এমনকি বাম আমলের দাপুটে মন্ত্রী পরেশ অধিকারীও ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন। ফলে এককালে বাম আমলের দাপুটে নেতা হয়ে তিনি দলকে সাফল্য দেখালেও, এখন তৃণমূল কংগ্রেসকে পৌরসভা নির্বাচনে জয়লাভ করাতে পারেন কিনা! সেদিকে নজর রয়েছে সকলেরই। বস্তুত, সম্প্রতি মেখলিগঞ্জ পৌরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যার ফলে সেখানে বসে গিয়েছে প্রশাসক। একাংশের মতে, দুই হাজার কুড়ি সালের এপ্রিল মাসে অন্যান্য পৌরসভার সঙ্গেই এই মেখলিগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই সেই পৌরসভা দখল করতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের দুই প্রধান দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কর্মীসভার মধ্যে দিয়ে প্রচার করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে এনআরসি ইস্যুকে কাজে লাগিয়েও সাধারণ মানুষের ভাবাবেগ নিজেদের দিকে টানতে মরিয়া ঘাসফুল শিবির। পাল্টা হাত গুটিয়ে বসে নেই পদ্ম শিবিরও। ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে নানা কর্মসূচি নিচ্ছে তারা। পাশাপাশি তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হচ্ছে বিজেপির নেতারা। তবে যে মেখলিগঞ্জে এতদিন বামেদের দাপট ছিল, সেখানে কার্যত অস্তিত্ব সংকটের মুখে পড়েছে কাস্তে-হাতুড়ি শিবিরের নেতারা। তেমনভাবে দেখা নেই কংগ্রেস নেতৃত্বদেরও।

যদিও বা এই প্রসঙ্গে মেখলিগঞ্জ এরিয়া কমিটির সিপিএমের সম্পাদক অনিরুদ্ধ ঘোষ বলেন, “আমরা পৌরসভা নির্বাচন নিয়ে শীঘ্রই ওয়ার্ড ভিত্তিক কর্মী বৈঠক শুরু করব।” তবে মূল দুই রাজনৈতিক দল ঠিক কি বলছে! এদিন এই প্রসঙ্গে চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা পরেশ অধিকারী বলেন, “পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকেই প্রচারে নেমেছি। পুরোদমে কাজ চলছে। এলাকা ধরে ধরে কর্মীসভা করা হচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে চলতে চান। বিরোধীরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সবকটি ওয়ার্ডে আমরাই জয়ী হব।”

অন্যদিকে এই ব্যাপারে মেখলিগঞ্জ শহর মন্ডলের বিজেপি সভাপতি রাজীব সিংহ সরকার বলেন, “লোকসভা ভোটে আমরা সিংহভাগে লিড পেয়েছি। ভোটারদের ভুল বুঝিয়ে বিরোধীদের লাভ হবে না। সবকটি ওয়ার্ডে সাধারণ মানুষকে নিয়ে একদফা বৈঠক করেছি। তৃণমূলকে কোনোকালেই মেখলিগঞ্জের মানুষ ভোট দেয়নি। আগামী দিনে আমাদের কেউ ভোট দিয়ে ভুল করবে না।” তবে যে যাই বলুক না কেন, শেষ কথা বলবে জনতা জনার্দন। তাই শেষ পর্যন্ত মেখলিগঞ্জ পৌরসভার নির্বাচনের পর কে শেষ হাসি হাসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!